অজয়ের সেতু’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ আরও সহজ হল

অজয়ের সেতু’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ আরও সহজ হল
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, কাঁকসা: অজয় নদের উপরে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসা ব্লকের শিবপুর ও বীরভূমের (Birbhum) জয়দেবের মাঝে তৈরি সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূমের ইলামবাজারে প্রশাসনিক সভা থেকে ভার্চুয়াল মাধ্যমে সেতুর উদ্বোধন করেন তিনি। সেতুর শিবপুরের দিকে স্ক্রিনে তা দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। ২০১৭ সালে কাঁকসার রঘুনাথপুরে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী এই সেতু নির্মাণের কথা ঘোষণা করেছিলেন।

পূর্ত দফতরের আসানসোল হাইওয়ে ডিভিশনের তরফে ২০১৯ সাল থেকে সেতু তৈরির কাজ শুরু হয়। প্রায় ছ’বছর পরে সেই সেতু তৈরির কাজ শেষ হয়েছে। খরচ হয়েছে প্রায় ১৩৮ কোটি ২৩ লক্ষ টাকা। সেতুটি প্রায় ১ কিলোমিটার দীর্ঘ। পিলার রয়েছে ৪৩টি। সেতুর দুই পাশে পথচারীদের জন্য ফুটপাথ রয়েছে। আলোর ব্যবস্থাও আছে। এছাড়া দু’দিকে সংযোগকারী রাস্তা তৈরি করা হয়েছে। পশ্চিম বর্ধমানের শিবপুর থেকে শুরু হয়ে এটি পৌঁছে গিয়েছে বীরভূমের টিকরবেতা পর্যন্ত।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

এতদিন অজয়ের উপরে অস্থায়ী রাস্তা দিয়ে যাতায়াত করতে প্রতি বর্ষায় সমস্যা হত। সেতু তৈরি হওয়া সেই সমস্যা মিটল। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ আরও সহজ হল। মুখ্যমন্ত্রী বলেন, “অজয় নদের উপর যে সেতু গড়ে উঠেছে সেই সেতুর নাম জয়দেব সেতু করা হোক। এই সেতু হওয়ায় উপকৃত হবে বহু মানুষ। জয়দেবের মেলায় আসতেও মানুষের চরম সুবিধা হবে।”

এদিন সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে শিবপুরে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি, জেলাশাসক পোন্নমবলম এস, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, গলসির বিধায়ক নেপাল ঘোড়ুই, দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় প্রমুখ।

মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “এই সেতু নির্মাণের ফলে উপকৃত হবে দুই জেলার মানুষ। পণ্য পরিবহণে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগসূত্র আরও নিবিড় হল। আমরা খুব খুশি।” শিক্ষক আনন্দময় গরাই বলেন, “আমাদের ভোগান্তির মুখে পড়তে হত। কাঁকসা থেকে বীরভূমের স্কুলে যেতে আমাকে। এই সেতুর দীর্ঘদিনের চাহিদা ছিল। সেই সেতু পেয়ে আমরা খুব আনন্দিত।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
অজয়ের সেতু’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ আরও সহজ হল
News
অজয়ের সেতু’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ আরও সহজ হল
:
শিবপুরের দিকে স্ক্রিনে তা দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। ২০১৭ সালে কাঁকসার রঘুনাথপুরে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী এই সেতু নির্মাণের কথা ঘোষণা করেছিলেন।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!