সোমবার দুর্গাপুর থেকে হেলিকপ্টারেই বাঁকুড়া গেলেন মুখ্যমন্ত্রী
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ এপ্রিল ২০২৪: সোমবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর থেকে হেলিকপ্টারেই বাঁকুড়া গেলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পুরুলিয়া যাওয়ার আগে হেলিকপ্টারে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় তিনি সড়কপথে পুরুলিয়া গিয়েছিলেন।
সোমবার সকাল ১১টা ২০ নাগাদ সিটি সেন্টারের বেসরকারি হোটেল থেকে গাড়িতে করে ভগৎ সিং স্টেডিয়ামে যান। সেখান থেকে হেলিকপ্টার তাঁকে নিয়ে রওনা দেয় বাঁকুড়ার উদ্দেশ্যে। বিকালে ফের তিনি দুর্গাপুরের হোটেলেই ফিরবেন বলে মনে করা হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
#2024loksabhaelection #tmc #mamatabanerjee