পাণ্ডবেশ্বরে ক্লোরিন গ্যাস লিক, অসুস্থ হয়ে অন্তত ৮

দুর্গাপুর দর্পণ, পাণ্ডবেশ্বর: পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে ক্লোরিন গ্যাস লিক হয়ে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৮ জন। অজয় নদের সেতুর কাছে অবস্থিত P.H.E-র পাম্প হাউস থেকে ক্লোরিন গ্যাস লিক হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এক মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর নাম জ্যোৎস্না পট্টনায়ক (৫৫)। তাঁর বাড়ি পাম্প হাউসের একেবারে পেছনেই। গ্যাসের তীব্র প্রভাবে তিনি অজ্ঞান হয়ে পড়েন। সবাইকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্বাসকষ্ট, চোখে জ্বালা এবং মাথা ঘোরা-সহ একাধিক উপসর্গে আক্রান্ত হন আশপাশের বাসিন্দারা। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ, একটি দমকলের ইঞ্জিন এবং P.H.E দফতরের আধিকারিকেরা। কীভাবে এই ক্লোরিন গ্যাস লিক হওয়ার ঘটনা ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পাম্প হাউসে থাকা ক্লোরিন সংরক্ষণ ব্যবস্থায় কোনও ঘাটতির কারণেই এই বিপর্যয়।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন, এই ধরনের বিষাক্ত গ্যাস সংরক্ষণের ক্ষেত্রে কোনওরকম নিরাপত্তা ব্যবস্থা ছিল না। তারা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রশাসন যদি আগে থেকেই সতর্ক থাকত, তাহলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যেত। দুর্গাপুর মহকুমা হাসপাতালে পৌঁছান বহুলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বীর বাহাদুর সিং। তিনি বলেন “অসুস্থদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। কী কারনে এই ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে।”