ট্রাক চালকদের বিক্ষোভে সিভিক ভলান্টিয়ারকে জুতো দিয়ে মারধর? ভিডিও ভাইরাল

জাতীয় সড়কে যানজট ও উত্তেজনা
দুর্গাপুর দর্পণ, বুদবুদ: মঙ্গলবার বিকেলে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) বুদবুদ গ্রাম মোড়ে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে সার দিয়ে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকের চালকরা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁদের অভিযোগ, এক সিভিক ভলান্টিয়ার টাকার দাবি করছিলেন। টাকা না দেওয়ায় পুলিশ এক ট্রাক চালকের মাথায় লাঠি দিয়ে আঘাত করেছে। ক্ষুব্ধ ট্রাক চালকরা রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে দেন এবং ওই সিভিক ভলান্টিয়ার ও তাঁর সঙ্গে থাকা পুলিশকর্মীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। এই সময় এক বয়স্ক ট্রাক চালক জুতো খুলে ওই সিভিক ভলান্টিয়ারকে মারধর করেন বলে অভিযোগ। এমন একটি ভিডিও (ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘দুর্গাপুর দর্পণ’) ভাইরাল হয়েছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সিভিক ভলান্টিয়ার বুদবুদ ট্র্যাফিক গার্ডে কর্মরত। সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে টাকা দাবি করার অভিযোগ পুলিশ অস্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, কলকাতা জলমগ্ন হয়ে যাওয়ায় জাতীয় সড়কে বিভিন্ন জায়গায় ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছিল। পণ্যবাহী ট্রাক সার্ভিস রোডে দাঁড় করানো হচ্ছিল। কিছু ভিন রাজ্যের চালক এই বিষয়কে কেন্দ্র করে প্রতিবাদ করেন। সেই সময় এক চালকের মাথায় লাঠি লেগে যায় এবং তখনই ওই সিভিক ভলান্টিয়ারকে মারধর করা হয়। এসিপি ট্র্যাফিক (৩) রাজকুমার মালাকার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
