বিশ্বের সর্বাধুনিক রোবট দিয়ে ৮০ বছরের প্রবীণের কোলন ক্যান্সার অপারেশন হল মিশন হাসপাতালে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বিশ্বের সর্বাধুনিক রোবট দিয়ে ৮০ বছরের এক প্রবীণের সফল কোলন ক্যান্সার অপারেশন হল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের মিশন হাসপাতালে। গত শুক্রবার ৮০ বছরের পরিমল দত্তের কোলন ক্যান্সারের সফল সার্জারি করা হয়। আজ বুধবার তাঁকে ছুটি দিয়ে দেওয়া হল হাসপাতাল থেকে। তিনি বলেন, “রোবোটিক সার্জারি নিয়ে আমার কিছু জানা ছিল না। এখানে এসে জানতে পারি। তারপরে রাজি হই। আমার সার্জারি হয়। আমি এখন প্রায় সুস্থ হয়ে গিয়েছি।”
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিন ঘন্টারও কম সময়ের মধ্যে রোবোটিক হেমিকোলেক্টমি সম্পন্ন করেছেন সার্জিকাল অনকোলজি কনসালটেন্ট ডা. অর্ণব চক্রবর্তী। সঙ্গে ছিলেন কনসালট্যান্ট গ্যাস্ট্রোসার্জন এবং হেপাটোবিলিয়ারি-প্যানক্রিয়াটিক সার্জন (এমএস জেনারেল সার্জারি, এমসিএইচ সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি এবং এইচপিবি সার্জারি, এইমস) ডা. বিজিত সাহা, অ্যানাস্থেসিস্ট ডা. উষা জন। এছাড়া ছিলেন নার্স, টেকনিশিয়ান, প্যারামেডিক স্টাফেরা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
হাসপাতালের চেয়ারম্যান ডা. সত্যজিৎ বসু জানান, কলকাতার বাইরে পূর্ব ভারতে প্রথম Da Vinci Xi রোবট ব্যবহার করে অপারেশন করা হল। এই রোবট আমেরিকায় তৈরি। দাম ৩০ কোটি টাকা। এটা শুরু। ভবিষ্যতে হাসপাতালে অন্যান্য অস্ত্রোপচারের ক্ষেত্রেও রোবট ব্যবহার করা হবে বলে জানান তিনি। রোবোটিক সার্জারিতে দেশের অন্যতম সেরা হাসপাতালের তালিকায় মিশন হাসপাতাল জায়গা করে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডা. অর্ণব চক্রবর্তী জানান, রোবট দিয়ে চারটি মাত্র ক্ষুদ্র ফুটো করে অপারেশন করা হয়েছে। দিনে মাত্র তিনটি করে প্যারাসিটামল ট্যাবলেট খেয়েই তাঁর ব্যথা নিয়ন্ত্রণে রয়েছে। ওপেন সার্জারি করলে বুক থেকে পেটের নিচ পর্যন্ত প্রায় এক ফুট কাটতে হতো। ফলে অপারেশনের পরে আরও বহুদিন তাঁকে হাসপাতালে থাকতে হতো। অনেক যন্ত্রণাও ভোগ করতে হতো। সুস্থ হয়ে উঠতে অনেক দিন সময় লাগত। তাঁর অভিমত, ধীরে ধীরে রোবোটিক সার্জারি আরও জনপ্রিয় হয়ে উঠবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

