নেতাজিকে অপমান! কেরলের পাঠ্যপুস্তকে নেতাজি নিয়ে মন্তব্যে তীব্র ক্ষোভ, রাজ্যসভায় সরব ঋতব্রত

নেতাজিকে অপমান! কেরলের পাঠ্যপুস্তকে নেতাজি নিয়ে মন্তব্যে তীব্র ক্ষোভ, রাজ্যসভায় সরব ঋতব্রত
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ ডেস্ক: কেরলের এক খসড়া পাঠ্যপুস্তকে উল্লেখ করা হয়েছে যে দেশনায়ক সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের ভয়ে জার্মানিতে পালিয়ে গিয়েছিলেন। আর এই বক্তব্য ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভায় বিষয়টি উত্থাপন করে তিনি বলেন, “এটি কেবল বাংলার ইতিহাস নয়, গোটা দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের প্রতি এক চরম অপমান। দেশনায়ক নেতাজিকে এভাবে বিকৃতভাবে তুলে ধরা কোনওভাবেই মানা যায় না।”

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

সাংসদ আরও অভিযোগ করেন, সিপিএম এই বিকৃত ইতিহাসের দায় এড়াতে পারে না। তাঁর দাবি, সিপিএমকে এই ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে। স্বাধীনতা সংগ্রামের মহানায়ক সুভাষচন্দ্র বসুকে নিয়ে এ ধরণের বিতর্কিত মন্তব্য ভবিষ্যতে আরও উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
নেতাজিকে অপমান! কেরলের পাঠ্যপুস্তকে নেতাজি নিয়ে মন্তব্যে তীব্র ক্ষোভ, রাজ্যসভায় সরব ঋতব্রত
News
নেতাজিকে অপমান! কেরলের পাঠ্যপুস্তকে নেতাজি নিয়ে মন্তব্যে তীব্র ক্ষোভ, রাজ্যসভায় সরব ঋতব্রত
:
“এটি কেবল বাংলার ইতিহাস নয়, গোটা দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের প্রতি এক চরম অপমান। দেশনায়ক নেতাজিকে এভাবে বিকৃতভাবে তুলে ধরা কোনওভাবেই মানা যায় না।”
Published By

আরও খবর

error: Content is protected !!