
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের আইএনটিটিইউসি নেতা প্রভাত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুর্গাপুর ইস্পাত কারখানার (ডিএসপি) এক ঠিকা কর্মী, আমরাই গ্রামের বাসিন্দা সেখ লোকমান তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ভিত্তিহীন, ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন প্রভাত চট্টোপাধ্যায়।
লোকমানের অভিযোগ, ডিএসপির কোকওভেন বিভাগের ঠিকা কর্মী ছিলেন। ৬ মাস আগে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। কাজ ফিরে পেতে তিনি আমরাইয়ে ডিএসপির এক আইএনটিটিইউসি নেতাকে ধরেন। তিনি লোকমানকে প্রভাত চট্টোপাধ্যায়ের সাথে দেখা করতে বলেন। লোকমানের অভিযোগ, কাজ ফিরে পেতে প্রভাত চট্টোপাধ্যায় আড়াই লক্ষ টাকা দাবি করেন। লোকমানের দাবি, ১২ জানুয়ারি তিনি দেড় লক্ষ টাকা দেন। বাকি টাকা পরে দেবেন বলে জানান। অনেক দিন পরেও কাজ ফিরে না পেয়ে তিনি শেষে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এ প্রসঙ্গে প্রভাত চট্টোপাধ্যায় বলেন, “বর্তমানে আমার বয়স ৭৩ বছর। আমি কোনওদিন কারওর কাছ থেকে এক কাপ চা খাইনি। এইভাবে আমাকে ষড়যন্ত্র করে কলঙ্কিত করার চেষ্টা করা হল। আমি চাই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক।” তিনি আরও দাবি করেন, ডিএসপিতে ঠিকা শ্রমিক নিয়োগের বিষয়টি দেখেন সংগঠনের অন্য সদস্যরা। তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করেন তিনি। এই ঘটনায় শোরগোল পড়েছে দুর্গাপুরে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
