দুর্গাপুর: উৎসবের মরসুম শেষ। এতদিন সারাক্ষণ তটস্থ হয়ে থাকতেন দমকল কর্মীরা, কখন, কোথায় আগুন লাগে, দৌড়াতে হবে। সবাই যখন পুজো দেখতে ব্যস্ত, তাঁদের দিন কেটেছে দফতরের কাজে। পরিবারকেও সময় দিতে পারেননি। মরসুম শেষ হওয়ায় এবার কিছুটা স্বস্তি ফিরেছে। রবিবার দুর্গাপুরের সিটি সেন্টারে পরিবার-পরিজনদের নিয়ে দমকলকর্মীরা প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল প্রমুখ। দমকল কর্মী ফাল্গুনী মুখোপাধ্যায় বলেন, “আমরা প্রতি বছরই এই অনুষ্ঠান করে থাকি। বছরের বিভিন্ন সময় দুঃস্থদের পাশে দাঁড়াই। দুঃস্থ পড়ুয়াদের হাতে বই, খাতা তুলে দিয়ে থাকি।” সপরিবারে মিলন উৎসবে যোগ দিতে পারায় খুশি দমকলকর্মীরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।