দুর্গাপুর নিগর নিগমের নির্বাচন কবে হবে? কংগ্রেসের জোরদার বিক্ষোভ

দুর্গাপুর নিগর নিগমের নির্বাচন কবে হবে? কংগ্রেসের জোরদার বিক্ষোভ
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর নগর নিগমের বোর্ডের মেয়াদ শেষ হয়েছে প্রায় তিন বছর হল। নির্বাচন নিয়ে কোনও হেলদোল নেই রাজ্য সরকারের। শহরের নাগরিক পরিষেবা বেহাল হয়ে পড়েছে, এমন অভিযোগ তুলে সোমবার মহকুমা শাসকের দফতর ঘেরাও করে যুব কংগ্রেস। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়, যুব কংগ্রেস সভাপতি রবি যাদব ও আইএনটিইউসির জেলা সভাপতি সুভাষ সাহা।

কংগ্রেস কর্মী-সমর্থকরা এদিন দুপুরে স্লোগান তুলে মহকুমাশাসকের অফিসের গেট ঘেরাও করে অবিলম্বে নগর নিগমের নির্বাচনের দাবি জানাতে শুরু করেন। রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন করাচ্ছে না, এমন অভিযোগ তোলেন তাঁরা। তাঁদের দাবি, শহরের ৪৩টি ওয়ার্ডে দীর্ঘদিন ধরে কাউন্সিলর না থাকায় নাগরিক পরিষেবা বেহাল হয়ে পড়েছে। অথচ হারের ভয়ে নির্বাচন করাচ্ছে না রাজ্য সরকার।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

তরুণ রায় বলেন, “দুর্গাপুর শহরের মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে সরকার। অবিলম্বে নির্বাচন ঘোষণা না হলে এবার বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে।” বিক্ষোভ শেষে তরুণ রায়ের নেতৃত্বে স্মারকলিপি জমা দেন যুব কংগ্রেস নেতারা। দুর্গাপুজোর পর নির্বাচন না করা হলে নগর নিগমের দরজায় তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিন যুব সভাপতি রবি যাদব। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
দুর্গাপুর নিগর নিগমের নির্বাচন কবে হবে? কংগ্রেসের জোরদার বিক্ষোভ
News
দুর্গাপুর নিগর নিগমের নির্বাচন কবে হবে? কংগ্রেসের জোরদার বিক্ষোভ
:
তাঁদের দাবি, শহরের ৪৩টি ওয়ার্ডে দীর্ঘদিন ধরে কাউন্সিলর না থাকায় নাগরিক পরিষেবা বেহাল হয়ে পড়েছে। অথচ হারের ভয়ে নির্বাচন করাচ্ছে না রাজ্য সরকার।
Published By

আরও খবর

error: Content is protected !!