পুলওয়ামায় শহীদদের স্মরণে আয়োজিত মিছিলে বিজেপির পতাকা, দলীয় স্লোগান!

দুর্গাপুর: দুর্গাপুরে পুলওয়ামায় শহীদদের স্মরণে আয়োজিত বিজেপি বিধায়কের মিছিলে দলের পতাকা, দলীয় স্লোগান! “দেশের জন্য যাঁরা প্রাণ দিলেন, তাঁদের এভাবে অপমান, আমরা ধিক্কার জানাচ্ছি।” সমালোচনায় তৃণমূল। শুক্রবার বিকালে দুর্গাপুরের সিটি সেন্টারের সিমেন্ট পার্কের সামনে থেকে বিজেপির মিছিল শুরু হয়। মিছিলের সামনে পুলওয়ামা হামলায় শহীদ সেনা জওয়ানদের প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি লেখা ব্যানার। আর সেই ব্যানার নিয়ে রাজনৈতিক স্লোগান দিতে দিতে কয়েকশো বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে হেঁটে চলেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই।
মিছিলে রাজ্য সরকারের বাজেটের বিরুদ্ধে স্লোগান চলতে থাকে। তাতেই শুরু হয়েছে বিতর্ক। বিজেপি বিধায়ক হুঁশিয়ারি দিয়ে বলেন, “রাজ্য সরকারের বাজেট জনবিরোধী। শিল্প নেই। বেকারদের কাজ নেই। সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। এই বাজেট বাতিল করতে হবে।” দুর্গাপুরের ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, “এসব মূর্খের কাজ। যদি শহীদদের শ্রদ্ধা জানাতে হয় তাহলে রাজ্য বাজেটের বিরুদ্ধে স্লোগান কেন? সম্পূর্ণ অসংবিধানিক এই মিছিল। তীব্র ধিক্কার জানাচ্ছি।” জবাবে বিজেপি বিধায়ক বলেন, “আমরা শহীদদের সম্মান জানিয়েছি। আমরাই প্রতিবছর শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানাই। তৃণমূলকে তো দেখাই যায় না শ্রদ্ধা জানাতে। বাজেটের বিরুদ্ধেও প্রতিবাদ মিছিল করেছি। যে বাজেট জন বিরোধী, কৃষকদের বিরুদ্ধে, বেকার যুবক-যুবতীদের বিরুদ্ধে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। এর মধ্যে কোনও ভুল নেই।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
