সোমনাথ মুখার্জি, দুর্গাপুর দর্পণ, অন্ডাল, ২৭ জুলাই ২০২৪: মুখ্যমন্ত্রী সরকারি জমি উদ্ধারের নির্দেশ দেওয়ার পর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে জোর তৎপরতা। কিন্তু তা করতে গিয়ে ভূমি দফতরের বিরুদ্ধে বাড়াবাড়ির অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের অন্ডালের উখড়া এলাকায়। আদালতে বিচারাধীন জমির উপরে ভূমি দফতর বোর্ড লাগিয়ে সেই জমি বিক্রি বা হস্তান্তরের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে বলে অভিযোগ উঠেছে।
অন্ডাল ব্লকের ভূমি ও রাজস্ব দফতর সরকারি জমি চিহ্নিত করে সেই জমিতে বোর্ড লাগানোর কাজ শুরু করেছে কয়েকদিন ধরে। ব্লকের অন্ডাল, মদনপুর, উখরা পঞ্চায়েত এলাকায় ১২-১৪ টি জায়গায় এমন বোর্ড লাগানো হয়েছে। এই সব সরকারি জমি দখল, বিক্রি বা হস্তান্তর আইনত নিষিদ্ধ বলে জানিয়ে দেওয়া হয়েছে। ব্লকের বাকি দখল হয়ে যাওয়া সরকারি জায়গাগুলিতেও শীঘ্র বোর্ড লাগিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন অন্ডাল ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক কৌশিক মুখোপাধ্যায়।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
উখরা গ্রাম পঞ্চায়েত এলাকায় সুকো পুকুর, গোকুল পুকুর পাড় সহ কয়েকটি জায়গায় ইতিমধ্যেই বোর্ড লাগানো হয়েছে। তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। জানা গিয়েছে, এই সম্পত্তিগুলি উখরা জমিদার বাড়ির দেবোত্তর সম্পত্তি বলে পরিচিত। বাম আমলে এই সম্পত্তিগুলি খাস বলে ঘোষণা করে তৎকালীন বাম সরকার। মালিকানা ফিরে পেতে পাল্টা আদালতে মামলা করেন মালিকপক্ষ। এলআরটিটি কোর্টে মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। উখড়া জমিদার পরিবারের সদস্য শোভনকুমার লাল সিং হান্ডে জানান, সুকোপুকুর, গোকুল পুকুর পাড়ের জমিগুলি উখরা ফরেস্ট অ্যান্ড ফিসারিজ লিমিটেডের সম্পতি। সংস্থার পক্ষে জমির স্বত্ত্ব ফিরে পেতে মামলা করা হয়েছে। আগস্ট মাসে মামলার পরবর্তী শুনানি রয়েছে।
বিচারাধীন কোনও সম্পত্তিতে সরকার একতরফা ভাবে এভাবে বোর্ড লাগাতে পারে না বলে দাবি করেছেন শোভনবাবু। তিনি বলেন, “বৃহস্পতিবার বিষয়টি লিখিতভাবে ভূমি ও ভূমি রাজস্ব দফতরে জানানো হয়েছে।” বোর্ড না খুললে আইনি পথে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এই বিষয়ে উখরা পঞ্চায়েতের উপপ্রধান শরণ সায়গল জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ভূমি ও ভূমি রাজস্ব দফতর দখল হয়ে যাওয়া সরকারি জমি পুনরুদ্ধারের জন্য বোর্ড লাগাচ্ছে। এই বিষয়ে পঞ্চায়েতের কিছু জানা নেই। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।