শ্রমিকদের ক্ষোভের মুখে কোর কমিটি! চরম উত্তেজনা ডিএসপির সামনে

দুর্গাপুর ইস্পাত কারখানায় ফের বোনাস ও মজুরি ইস্যুতে উত্তেজনা
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের দুর্গাপুর ইস্পাত কারখানায় (DSP, Durgapur Steel Plant) বুধবার সকালে থেকে বোনাস ও মজুরি ইস্যুতে ফের উত্তেজনা। ঠিকা শ্রমিকদের অভিযোগ, তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নতুন কোর কমিটি তাঁদের সমস্যার সমাধান করতে ব্যর্থ। আগে শ্রমিকদের কথাকে গুরুত্ব দেওয়া হতো। এখন শ্রমিকদের অভাব অভিযোগের কোনও সুরাহা করা হচ্ছে না। বর্তমান কোর কমিটির ব্যর্থতার জন্যই তাঁদের সমস্যার মুখে পড়তে হচ্ছে।
তাঁরা জানিয়েছেন, আগে শ্রমিকরা ১১% বোনাস পেতেন, এখন মাত্র ৮.৩৩% বোনাস দেওয়ার কথা বলা হচ্ছে। পে স্লিপ দেওয়া হচ্ছে না। কাজ করার পরও নিয়মিত মজুরি (wages) বকেয়া থাকছে। এক ঠিকা শ্রমিক বলেন, “দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতরে সেকশন মিল বন্ধ হয়ে আছে। আমরা বহুবার জানিয়েছি, কিন্তু কোর কমিটির কেউ দেখতে আসেনি। আমরা পরিশ্রম করছি কিন্তু যথাযথ মজুরি পাচ্ছিনা। এই কোর কমিটির কাছে আমরা একাধিকবার অভিযোগ করেছি। কিন্তু কোনও কাজ হয়নি। তাই আমরা বাধ্য হয়ে বিক্ষোভে নেমেছি।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “শ্রমিকরা কাজ করছে, অথচ প্রাপ্য মজুরি পাচ্ছে না। বোনাসও কেটে দেওয়া হচ্ছে। নতুন কোর কমিটি ঘুমিয়ে পড়েছে। শ্রমিকদের সমস্যার সমাধান করতে ব্যর্থ হচ্ছে—এটা বারবার প্রমাণিত হচ্ছে।” অন্যদিকে, আইএনটিটিইউসির কোর কমিটির সদস্য মানস অধিকারী বলেন, “আমরা শ্রমিকদের সমস্যা নিয়ে নিয়মিত লড়ছি। কারখানার কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হবে যাতে দ্রুত শ্রমিকদের বোনাস ও মজুরি সমস্যা সমাধান হয়।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
