পুজোর আগে রাস্তা সারাই করতে হবে, না হলে…

বেহাল রাস্তা আর কবে সংস্কার হবে?
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ২৮ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর আইটিআই রোডের বেহাল দশা। রাস্তার একদিকে ১৯ নম্বর জাতীয় সড়ক। অন্যদিকে রাজ্য সড়ক। সংযোগকারী সেই রাস্তা দিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতাল, কয়েকটি বেসরকারি হাসপাতাল, স্কুল কলেজ, থানা যাতায়াত করা যায়। অথচ গুরুত্বপূর্ণ এই রাস্তা মরণ ফাঁদ হয়ে রয়েছে। হুঁশ নেই নগর নিগমের।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
রবিবার সিপিএম রাস্তা অবরোধ করে অবিলম্বে সংস্কারের দাবি জানায়। আধ ঘন্টা ধরে চলে অবরোধ। শেষে পুলিশ এসে আশ্বাস দেওয়ার পরে অবরোধ ওঠে। সিপিএম নেতা সিদ্ধার্থ বোস জানান, উন্নয়নের নামে লুট চলছে এই বাংলায়। যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। দুর্গাপুজোর আগে রাস্তা সারাই না করলে বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। টানা বৃষ্টির জেরেই এই বেহাল অবস্থা রাস্তার, সাফাই দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলী সদস্য ধর্মেন্দ্র যাদবের। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
