দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বুধবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে আর জি কর কান্ডের প্রতিবাদে মিছিল বের করেছিল ডিওয়াইএফআই। দুর্গাপুর নগর নিগমের পাশ দিয়ে মিছিলটি যাওয়ার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। এরপর হাতাহাতি, ইট বৃষ্টি শুরু হয়। বোমাবাজি, ভাঙচুর করা হয় সিপিএমের দলীয় কার্যালয় বিমল দাশগুপ্ত ভবনে। একের পর এক বোমা ফাটতে থাকে এলাকা জুড়ে। জখম হন অনেকে।
প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে পথে নামল সিপিএম। পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু, প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী প্রমুখ। সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামের পাশ দিয়ে দুর্গাপুর নগর নিগম পর্যন্ত মিছিল হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের বাধায় সেই রাস্তা ছেড়ে জাতীয় সড়কের সার্ভিস রোড ধরে মিছিল এগোতে থাকে। ফের দুর্গাপুরের নগর নিগম মোড়ে পুলিশ বাধা দিতেই বচসা থেকে ধস্তাধস্তি শুরু হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক গুপ্তার নেতৃত্বে কোনও রকমে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু বলেন, “আমাদের কর্মীদের উপর নৃশংসা হামলা চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। আবার আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে বাধা দিচ্ছে দলদাস পুলিশ। আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। যতদিন না আর জি করের সঠিক বিচার পাওয়া যাবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।