দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ জানুয়ারি ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের উখড়ায় ‘ উখড়া গেমস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশনে’র ৩০ তম বর্ষ ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় শনিবার। ফাইনালে মুখোমুখি হয় খড়গপুর এবং আসানসোল ইস্টার্ন রেলওয়ে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার সহ বিশিষ্ট জনেরা। মাঠ ভরে গিয়েছিল দর্শকে। ২০ ওভারের খেলায় প্রথম ব্যাট করে ১৮৭ রান করে খড়গপুর। পরে ব্যাট করতে নেমে ১৮৬ রান করে পরাজিত হয় আসানসোল ইস্টার্ন রেলওয়ে। ৬ জানুয়ারি ৮টি দলকে নিয়ে এই রানিং ক্রিকেট টুর্নামেন্টে শুরু হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now