দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ জানুয়ারি ২০২৪: স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন ১২ জানুয়ারি। প্রতি বছর এই দিনটি সারা দেশে জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয়। ১৯৮৪ সালে ভারত সরকার ১২ জানুয়ারি দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম জাতীয় যুব দিবস পালিত হয়েছিল ১৯৮৫ সালে। এই দিনে ক্রীড়া, সেমিনার, নানান প্রতিযোগিতা, স্বামী বিবেকানন্দের উপর বক্তৃতা প্রভৃতির আয়োজন করা হয়।
পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ‘দুর্গাপুর হিরোজ ক্লাবে’র পক্ষ থেকে এই বিশেষ দিনে নানা কর্মসূচীর আয়োজন করা হয়। সকালে প্রভাত ফেরী হয়। ৬০ জন সাইকেল যাত্রায় বেরিয়ে প্লাস্টিক বর্জন সহ পরিবেশ সচেতনতার বার্তা প্রচার করেন। ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। অংশ গ্রহণ করে মহিলা ফুটবল দলও।১৯৬০ সালের ১ ফেব্রুয়ারি ক্লাবের যাত্রা শুরু হয়েছিল। তাই জানুয়ারি মাস জুড়ে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।