দুর্গাপুর: ছত্রিশগড়ে মৃত্যু সিআরপিএফ জওয়ানের। দেহ এল দুর্গাপুর-ফরিদপুর ব্লকের মাধাইগঞ্জের বাড়িতে। গান স্যালুট দিয়ে জানানো হল শ্রদ্ধা। শোকস্তব্ধ এলাকা। মৃত জওয়ানের নাম অজয় ঘোষ। বয়স ৫৫ বছর। ৪ জানুয়ারি তিনি ছত্রিশগড়ের উদ্দেশ্যে রওনা দেন। ৫ জানুয়ারি জয়েন করেন। ৬ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
তাঁর ভাই শ্যামল ঘোষ জানান, পিটি করার সময় আচমকা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার সন্ধ্যায় সিআরপিএফ বাহিনী তাঁর দেহ নিয়ে গ্রামে আসে। স্থানীয় বাসিন্দারা অজয় ঘোষ অমর রহে স্লোগান তুলে মিছিল করেন। এরপর সিআরপিএফের পক্ষ থেকে গান স্যালুট দেওয়া হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।