অনন্য মিউজিক এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘শ্রাবণের গান’

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: গত ২৭ জুলাই সন্ধ্যায় বোলপুর-শান্তিনিকেতনের ‘গীতবিতান’ মঞ্চে আয়োজিত হল রবীন্দ্রনাথের বর্ষাঋতু নির্ভর গান, কবিতা ও নৃত্য সমারোহে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান-‘শ্রাবণের গান’। একক সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন সুমন পান্থি, দেবশ্রী বিশ্বাস, অর্পিতা দত্ত, ঋতুকণা ভৌমিক, কুমকুম বন্দ্যোপাধ্যায়, দেবজিৎ দত্ত, সুজাতা কর্মকার প্রমুখ ১৫ জন শিল্পী। সমবেত সঙ্গীত পরিবেশন করেন দুর্গাপুর সুর পরিষদ মিউজিক্যাল একাডেমি এবং অমলতাস সংস্থার শিল্পীবৃন্দ।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন ড: শতানীক ভট্টাচার্য্য ও ড: আশীষ কুমার ভট্টাচার্য্য। এছাড়া সমবেত নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শক শ্রোতাদের আনন্দ দেন নৃত্য মঞ্জরী ও অন্যান্য সংস্থার শিল্পীরা। যন্ত্রসঙ্গীত সহযোগিতায় ছিলেন গৌতম চৌধুরী, সৌগত দাস এবং প্রীতম নন্দী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সুদীপ্তা মুখোপাধ্যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

