ধর্মরাজ পুজো উপলক্ষে বনগ্রামে আয়োজিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান
দুর্গাপুর দর্পণ, ২৭ মে ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের বনগ্রামে ধর্মরাজ পুজো উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বনগ্রাম মিলন সমিতির উদ্যোগে ধর্মরাজ পুজো উপলক্ষ্যে মেলা, যাত্রাভিনয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ২৩ মে সঙ্গীতানুষ্ঠানে হারানো দিনের গান পরিবেশন করেন শিল্পী সৌমী বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, উজ্জ্বল নন্দী প্রমুখ।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।