Rectal Cancer Survival: রোবোটিক সার্জারিতে মলদ্বার ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি সুস্থ হলেন ৩ দিনেই!

স্টোমা করার দরকারই পড়ল না
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মলদ্বার থেকে মাত্র ৩ সেমি ভিতরে ক্যান্সার ধরা পড়ে দার্জিলিং এর বছর ৬৩ এর এক ব্য়ক্তির। মলের সঙ্গে রক্ত বেরোতে দেখে তাঁর চিকিৎসা করানো হয় শিলিগুড়ির এক সার্জেনের কাছে। তিনি প্রথমে ফিসারের অস্ত্রোপচার করেন। সেই সময় ধরা পড়ে ভিতরে একটি টিউমার রয়েছে। সেই টিউমারের বায়োপসি করা জানা যায়, তাঁর ক্যান্সার হয়েছে। শিলিগুড়ির এক অনকোলজিস্ট সার্জেনের কাছে ৫ সপ্তাহের দীর্ঘ রেডিয়েশন কোর্স চলাকালীন তিনি পরামর্শ দেন, অস্ত্রোপচার করে স্থানী নিরাময়ের জন্য তাঁকে বাকি জীবনের জন্য স্টোমা করতে হবে। প্রসঙ্গত, স্টোমা হল এমন এক ব্যবস্থা যাতে মলদ্বার দিয়ে মল না বেরিয়ে পেটের একটি ফুটোর মাধ্যমে অন্যপথে এসে জমা হয় একটি ব্যাগে।
দুশ্চিন্তায় পড়ে যান ওই ব্যক্তি। তিনি চাইছিলেন, তাঁর মলদ্বার স্বাভাবিক রেখে তাঁকে সুস্থ করে তোলা হোক। কিন্তু সেখানে সার্জেন জানিয়ে দেন, সেটা সম্ভব হবে না কোনও মতেই। সেই সময়েই তিনি এক পরিচিতের কাছে খোঁজ পান, পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের মিশন হাসপাতালে রোবোটিক ক্যান্সার সার্জারির ব্যবস্থা আছে। তিনি কালবিলম্ব না করে রেডিয়েশন কোর্স শেষ হওয়ার মাত্র ৩ সপ্তাহের মধ্যে তিনি মিশন হাসপাতালে চলে আসেন।
চিকিৎসকেরা পরীক্ষা করে জানিয়ে দেন, তাঁর মলদ্বার সম্পূর্ণ স্বাভাবিক রেখে তাঁর ক্যান্সারের নিরায়ম করা সম্ভব। তাঁর স্টোমা করার দরকারই পড়বে না। একটি সংক্ষিপ্ত চেকআপের পর, তাঁকে daVinci xi রোবটের সাহায্যে অস্ত্রোপচার (Robotic Intersphincteric resection with coloanal anastomosis) অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পরপরই তিনি স্বাভাবিক খাদ্যাভ্যাসে ফিরে আসেন এবং ৩ দিন পর তাকে ছেড়ে দেওয়া হয়। চতুর্থ দিনে তিনি বাড়ি চলে যান। এর ১০ দিন পরে তিনি এসেছিলেন অস্ত্রোপচার পরবর্তী চেক আপের জন্য। সার্জিক্যাল অনকোলজিস্ট এবং রোবোটিক সার্জন ডাঃ অর্ণব চক্রবর্তীর (এমবিবিএস, এমএস, ডিএনবি, ডাঃ এনবি সার্জিক্যাল অনকোলজি এবং রোবোটিক্স, এমএনএএমএস, এফএসএসও (ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র) জানান, তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
তিনি জানান, এটি এক অনন্য অস্ত্রোপচার যাতে কম ব্যথা, কম রক্তপাত হয় এবং হাসপাতালে অল্প সময় থাকতে হয়। বড় মেট্রোপলিটন শহরগুলিতে ওপেন সার্জারির যা গড় খরচ, মিশন হাসপাতালে এই অস্ত্রোপচারের খরচ তার চেয়ে কম ছিল। তিনি জানান, মলদ্বার ক্যান্সারের ক্ষেত্রে আগে মনে করা হত, পায়ুদ্বারের অন্তত ৬ সেমি ভিতরে ক্যান্সার হলে তবেই মলদ্বার স্বাভাবিক রেখে অস্ত্রোপচার করা সম্ভব হত। তার নিচে হলে অবশ্যই স্টোমা করতে হত। দার্জিলিংয়ের ওই ব্যক্তির পায়ুদ্বার থেকে মাত্র ৩ সেমি দূরে ক্যান্সার হয়েছিল। অত্যাধুনিক রোবোটিক সার্জারির মাধ্যমে মলদ্বার স্বাভাবিক রেখে তা নির্মুল করা সম্ভব হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
