সেরিব্রাল পালসিকে হারিয়ে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল দুর্গাপুরের মেয়ে দেবস্মিতা

সেরিব্রাল পালসিকে হারিয়ে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল দুর্গাপুরের মেয়ে দেবস্মিতা
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে আন্তর্জাতিক মঞ্চে কবিতার আলো ছড়াচ্ছে দেবস্মিতা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: জন্ম থেকে দুরারোগ্য সেরিব্রাল পালসি রোগে আক্রান্ত পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের মেয়ে দেবস্মিতা নাথ। এই রোগের কোনও চিকিৎসা নেই। অঙ্গ সঞ্চালন স্বাভাবিক হয় না। ছোট থেকেই তাই ফিজিওথেরাপির ব্যবস্থা করেছিলেন বাবা দেবাশীষ ও মা সুমিতা। একই সঙ্গে তার মনের খোরাক জোগাতে অঙ্কন, গান, কবিতা, সাঁতার অনুশীলনের ব্যবস্থাও করা হয়েছিল। দেবস্মিতা অবশ্য শেষ পর্যন্ত কবিতার প্রেমে পড়ে।

দেবস্মিতা কোনও দিন স্বাভাবিক হবে না, এটা জেনেও বাবা-মা পিছিয়ে আসেননি। মেয়েকে যতটা সম্ভব স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় তার জন্য সব রকমভাবে লড়াই চালিয়ে গিয়েছেন। দেবস্মিতাকে ছোটবেলায় অনেকে ব্যঙ্গ করেছে। বাবা-মা সে সব গায়ে মাখেননি। মেয়েকেও মাখতে দেননি। তাঁদের সেই সংগ্রাম সফল হয়েছে। দেবস্মিতা শারীরিক সমস্যাকে অতিক্রম করে কবিতার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। রাজ্য, দেশ তো বটেই, বিদেশ থেকেও জুটেছে স্বীকৃতি।দেবস্মিতা তিন বছর বয়সে কথা বলা শুরু করে। তাকে স্কুলে ভর্তি করা হয়। স্কুলে আবৃত্তি প্রতিযোগিতায় ‘রুমির ইচ্ছা’ কবিতা আবৃত্তি করে দ্বিতীয় স্থান অধিকার করে। সেই শুরু। কবিতার প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি চলতে থাকে বিভিন্ন অনুষ্ঠান, পুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি প্রতিযোগিতায় যোগদান এবং পুরস্কার অর্জন। দূরদর্শনের বিভিন্ন অনুষ্ঠানেও দেবস্মিতা আবৃত্তি পাঠের সুযোগ পেয়েছে। শারীরিক সমস্যার কারণে দেবস্মিতা বসে বসেই অনুষ্ঠান করে থাকে।

দেবস্মিতা ১২ বছর বয়সে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কর্মশালায় যোগ দেয়। পরবর্তীতে প্রদীপ ঘোষ, গৌরী ঘোষ, জগন্নাথ বসু, উর্মিমালা বসু প্রমুখ শিল্পীদের কাছে তালিম নিয়ে নিজেকে আরও মেলে ধরতে থাকে। ব্রততীর কর্মশালা ও ব্রততী পরম্পরায় প্রথম স্থান অধিকার করে সে। মাত্র ১৫ বছর বয়সে সারা বাংলা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হয় দেবস্মিতা। তার ১৪ বছর বয়সে একটি টিভি চ্যানেল থেকে অটোবায়োগ্রাফি ‘শাইনিং ষ্টার’ প্রচারিত হয়। তার পর থেকেই বিভিন্ন জেলা থেকে অনুষ্ঠানের জন্য ডাক আসতে থাকে।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

এই সময় বিভিন্ন নামি দামি কোম্পানির অ্যাড-এ ভয়েস দেওয়ার কাজ শুরু করে দেবস্মিতা। সেই উপার্জিত অর্থ করোনা কালে সে তার বাবার হাতে তুলে দেয় দুঃস্থদের সেবার জন্য। ১৬ বছর বয়সে দেবস্মিতার প্রথম কবিতার অ্যালবাম ‘প্রণমী’ প্রকাশিত হয় ভাবনা রেকর্ডস থেকে। সেই সূত্র ধরেই প্রথম জাতীয় পুরস্কার আসে দেবস্মিতার ঝুলিতে এবং সাক্ষাৎ করার সুযোগ পায় তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সাথে।

‘প্রণমী’ অ্যালবামের জনপ্রিয়তায় কলকাতার সুজাতা সদনে প্রথম অনুষ্ঠান করার সুযোগ আসে। এরপর একে একে রবীন্দ্র সদন, রবীন্দ্র -ওকাকুরা ভবন, শিশির মঞ্চ, বাংলা অ্যাকাডেমি, ত্রিগুণা সেন মঞ্চ, বিড়লা অ্যাকাডেমি ইত্যাদি মঞ্চে অনুষ্ঠান করার সুযোগ আসে। প্রথম অ্যালবামের সূত্র ধরেই করোনা কালে ডিজিটাল প্লাটফর্মে ৪৫০টি দেশি, বিদেশি লাইভ অনুষ্ঠানের সুযোগ পায় দেবস্মিতা।

মাত্র ২০ বছর বয়সেই মনন সাহিত্য পত্রিকা, সিন্ধুরা অ্যাকাডেমি অফ কালচার, বিভিন্ন জেলার ডিজিটাল মিডিয়া, কলকাতার বিভিন্ন নিউজ মিডিয়া, সেভ হিউমান রাইটস, কাজী নজরুল ইসলাম সম্মান, কলকাতা বইমেলা থেকে শঙ্খ ঘোষ স্মৃতি সম্মান, বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি সম্মান, শরৎ স্মৃতি সম্মান, শ্যামল স্মৃতি সম্মান, গীতাঞ্জলি সম্মান, মাদার টেরিজা জাতীয় সম্মান, বিআর আম্বেদকর সম্মান, বিশ্ববাংলা সাহিত্য সংস্কৃতি সম্মান, বিশ্ব বাংলা নারী সম্মান, বাংলার গর্ব সম্মান, বকখালি সাহিত্য উৎসব থেকে কবি শামসুল হক স্মৃতি সম্মান, আসামের কৃষ্টি সম্মান, আসামের জ্ঞান রত্ন সম্মান, অসম বঙ্গ মৈত্রী সম্মান, ভারত-বাংলাদেশ মৈত্রী সম্মান, নেপাল- ভারত দলিত মৈত্রী সম্মান, আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মান, ইন্টারন্যাশনাল হিউমান রাইটস ফাউন্ডেশন অ্যাওয়ার্ড সহ অগণিত জাতীয় ও আন্তর্জাতিক মানের সম্মানে ভূষিত হয়েছে দেবস্মিতা। একটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ডক্টরেট অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে।

ইতিমধ্যে তার আরও তিনটি রবীন্দ্র- নজরুল কবিতার অ্যালবাম প্রকাশিত হয়েছে ভাবনা রেকর্ডস থেকে। সেপ্টেম্বরে আরও একটি অ্যালবাম প্রকাশিত হতে চলেছে। বর্তমানে দেবস্মিতা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে ইংলিশে স্নাতকোত্তরে পাঠরতা। পড়াশোনার পাশাপাশি দেবস্মিতা সব সময় ব্যস্ত থাকে আবৃত্তির অনুষ্ঠান ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে। এত ব্যস্ততার মধ্যেও সপ্তাহে একদিন সে দুঃস্থ শিশুদের পড়ায় এবং আবৃত্তি শেখায়। দেবস্মিতার কবিতার নেশা আজ পরিণত হয়েছে পেশায়। তাই মাঝে মাঝে তাকে কলকাতাতেও থাকতে হয় এখন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
সেরিব্রাল পালসিকে হারিয়ে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল দুর্গাপুরের মেয়ে দেবস্মিতা
News
সেরিব্রাল পালসিকে হারিয়ে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল দুর্গাপুরের মেয়ে দেবস্মিতা
:
দুর্গাপুরের দেবস্মিতা নাথ সেরিব্রাল পালসি জয় করে কবিতার জগতে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। ‘প্রণমী’ সহ একাধিক কবিতা অ্যালবাম, অসংখ্য পুরস্কার ও সম্মান তার ঝুলিতে। জানুন প্রেরণার এই অনন্য গল্প।
Published By
error: Content is protected !!