শারীরিক অসুস্থতা নাকি অন্য কারণ? পানাগড়ে রহস্যজনক মৃত্যু

পানাগড় রেলপাড়ে বাড়ি থেকে পচাগলা দেহ উদ্ধার
দুর্গাপুর দর্পণ, কাঁকসা: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) পানাগড় রেলপাড়ের ট্যাঙ্কিতলা এলাকায় শুক্রবার সকালে একটি বাড়ি থেকে উদ্ধার হল এক ব্যক্তির পচন ধরা দেহ। তাঁর নাম মানিক পাল। বয়স ৫২ বছর। বাড়িতে তিনি একাই থাকতেন। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থ ছিলেন। পাশের বাড়ির কৈলাস আগরওয়াল নামে একজন তাঁরা দেখাশোনা করতেন।
এদিন তাঁর মৃত্যুর খবর পেয়ে আশপাশের বাসিন্দারা ভিড় জমান। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দা গৌতম মন্ডল জানান, স্থানীয়রা তাঁদের জানান, ওই বাড়ি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। তাঁরা থানায় বিষয়টি ফোন করে জানান। পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢোকে। বাড়ির ভিতরে করিডরে দেহটি পড়ে ছিল। দেহটিতে পচন ধরায় দুর্গন্ধ ছড়াতে শুরু করে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, কবে তিনি মারা গিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলেই সব স্পষ্ট হয়ে যাবে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি কোনও ভাবে মেঝেতে পড়ে গিয়ে আর উঠতে পারেননি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
