দুর্গাপুর: মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টারের সেল কো-অপারেটিভের প্রনবানন্দ এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয় এক ব্যক্তির পচাগলা দেহ। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। মৃত ব্যক্তির নাম তীর্থ সান্যাল (৪৫)। তিনি একটি বেসরকারি সংস্থার কর্মী ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় দুর্গন্ধ পান স্থানীয়রা। সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশকে। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢোকে। তীর্থবাবুর দেহ মেঝেতে পড়ে ছিল।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। কী কারণে মৃত্যু, পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে। এলাকার বাসিন্দা পরিমল অগস্থি বলেন, “তীর্থবাবু ভালো মানুষ ছিলেন। বাড়িতে তিনি একাই থাকতেন। কী কারণে মৃত্যু আমরা বুঝে উঠতে পারছি না।” গত ১৯ আগস্ট সিটি সেন্টারের সেল কো-অপারেটিভের ডিরোজিও পথ এলাকার বাসিন্দা ৫৮ বছরের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পচাগলা দেহ উদ্ধার করেছিল পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।