দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৮ জুলাই ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের দশটি স্কুলকে নিয়ে দিল্লি পাবলিক স্কুলে আয়োজিত হল তৃতীয় বর্ষ ফুটবল প্রতিযোগিতা- কিক অফ ২০২৪। ২২ জুলাই শুরু হয় প্রতিযোগিতা। গত বছরের পরে এবারেও চ্যাম্পিয়ন হয়েছে আয়োজিক দিল্লি পাবলিক স্কুল। ২৭ জুলাই অনুষ্ঠিত ফাইনালে তারা হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেমশিলা মডেল স্কুলকে ২-১ গোলে হারিয়ে দেয়। ফাইনালে ম্যাচের সেরা হয় হেমশিলা মডেল স্কুলের অনীক হাজারি।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
দিল্লি পাবলিক স্কুল সূত্রে জানা গিয়েছে, সপ্তাহব্যাপী এই ফুটবল প্রতিযোগিতা পড়ুয়াদের পাশাপাশি উপভোগ করেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও। অংশগ্রহণকারী স্কুলের পড়ুয়ারা মাঠে তাদের ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করে। দিল্লি পাবলিক স্কুল, হেমশিলা মডেল স্কুল ছাড়াও সেমি ফাইনালে ওঠে জুম ইন্টারন্যাশনাল স্কুল ও বীচউড স্কুল। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও সেমি ফাইনালে শেষ দুই স্কুল হেরে যায়। স্কুল স্তরে ফুটবল প্রতিভা বিকাশের স্বার্থে গত তিন বছর ধরে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্গাপুরের দিল্লি পাবলিক স্কুল কর্তৃপক্ষ। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।