দামোদরে অবৈধ বালির কারবার বন্ধে ফের কড়া পদক্ষেপের দাবি
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মহকুমা শাসকের নির্দেশের পরেও বন্ধ হয়নি অবৈধ বালির কারবার। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) অন্ডালের শ্রীরামপুর বালি ঘাটে এসিপির মাধ্যমে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে। তারপর পাচার করা হচ্ছে। নদী গভীর হয়ে যাচ্ছে এবং গতিপথ হারাচ্ছে। এমন অভিযোগ তুলে মঙ্গলবার দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়ের কাছে অভিযোগ দায়ের করল ভূমি রক্ষা কমিটি। ফের কড়া পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছে কমিটি।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

দামোদরে অবৈধ বালির কারবার বন্ধে ফের কড়া পদক্ষেপের দাবি
অন্ডালের শ্রীরামপুর বালি ঘাটে এসিপির মাধ্যমে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে। তারপর পাচার করা হচ্ছে। নদী গভীর হয়ে যাচ্ছে এবং গতিপথ হারাচ্ছে।
Published By
Arpita Majumder
Durgapur Darpan


