ভাতা না বাড়ালে খাব কী? পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থায় মহিলা প্রাণী কর্মীদের ডেপুটেশন

ভাতা না বাড়ালে খাব কী? পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থায় মহিলা প্রাণী কর্মীদের ডেপুটেশন
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, কলকাতা: মাসিক সাম্মানিক ভাতা বৃদ্ধি, কাজের সুবিধার জন্য 5G মোবাইল সেট প্রদান এবং মাসিক রিচার্জের ব্যবস্থা করার দাবি নিয়ে মঙ্গলবার ৪ মার্চ পশ্চিম বঙ্গ প্রাণী সম্পদ বিকাশ কর্মী ইউনিয়ন CEO, PBGSBS-কে স্মারকলিপি প্রদান করে। সংগঠনের নেত্রী পূর্ণিমা চক্রবর্তী ও আমিনা বেগমের নেতৃত্বে শতাধিক মহিলা কর্মী স্মারকলিপি প্রদান কর্মসূচীতে যোগ দেন এদিন।

সংগঠন সূত্রে জানা গিয়েছে, প্রাণী মিত্রা, প্রাণী সেবী, প্রাণী মৈত্রী ও প্রাণী বন্ধু মিলে প্রায় সাড়ে ৮ হাজার মহিলা স্বনির্ভর কর্মী পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ বিভাগে কর্মরত। তাঁরা বেতন পান না, ইনসেনটিভ পান। এতদিন মাত্র ৫ হাজার টাকা করে পেতেন। ফেব্রুয়ারিতে ৫০০ টাকা বেড়েছে। কিন্তু সেই টাকা মেলে অনিয়মিত ভাবে, কার্যত ৩-৪ মাস অন্তর। বর্তমান বাজারে এই সামান্য় টাকায় সংসার চলে না কারওর। তাই মাসিক সাম্মানিক ভাতার পরিমাণ ২০ হাজার টাকা করার দাবি উঠেছে। পশুদের প্রাথমিক চিকিৎসা, টিকাকরণ, কৃত্রিম প্রজনন সহ নানা কাজ করে থাকেন তাঁরা। এর বাইরেও তাঁদের FMDCP, PPRCP প্রভৃতি প্রকল্পে কাজ করতে হয়। কিন্তু সেই সব প্রকল্পের টাকা কবে পাবেন তা তাঁদের জানা নেই। 

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

বর্তমানে ইন্টারনেটে সব কাজ নথিবদ্ধ করতে হয়। তবে সেজন্য তাঁদের কোনও মোবাইল দেওয়া হয়নি। দেওয়া হয় না মাসিক রিচার্জের খরচও। তাই প্রত্যেককে একটি করে 5G মোবাইল সেট প্রদান এবং মাসিক রিচার্জের ব্যবস্থা করার দাবি উঠেছে। পশুদের নিয়ে কাজ করতে গিয়ে একশোর বেশি কর্মীর ব্রুসোলসিস হয়ে গিয়েছে। সেজন্য দফতরের তরফে কোনও সাহায্য মেলেনি বলে অভিযোগ। মেডিক্লেম বা ইএসআইয়ের বালাই নেই। এমনকি অসুস্থ অবস্থাতেও তাঁদের ইনসেনটিভ পেতে নির্ধারিত যে ৪০০ পয়েন্ট অর্জন করতে হয়, তাতে কোনও ছাড় দেওয়া হয়নি।

তাঁরা আরও জানিয়েছেন, কর্মরত অবস্থায় কারওর মৃত্যু হলে পরিবারের জন্য সরকারি কোনও সাহায্যের ব্যবস্থা নেই। পরিবারের অন্য কাউকে কাজটি দেওয়ার ব্যবস্থাও করা হয় না বলে অভিযোগ। পূর্ণিমা চক্রবর্তী ও আমিনা বেগম জানিয়েছেন, এদিন স্মারকলিপিতে এই সব বিষয় জানানো হয়েছে। CEO, PBGSBS সমস্ত বিষয় শুনেছেন। তিনি নতুন কাজে যোগ দিয়েছেন। সব খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে কাজ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Highlight
ভাতা না বাড়ালে খাব কী? পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থায় মহিলা প্রাণী কর্মীদের ডেপুটেশন
News
ভাতা না বাড়ালে খাব কী? পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থায় মহিলা প্রাণী কর্মীদের ডেপুটেশন
:
বর্তমান বাজারে এই সামান্য় টাকায় সংসার চলে না কারওর। তাই মাসিক সাম্মানিক ভাতার পরিমাণ ২০ হাজার টাকা করার দাবি উঠেছে।
Published By
Durgapur Darpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!