পুলিশ এসে দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। তারপরেই দেখতে পায় মেঝেতে পরে যুবকের রক্তাক্ত পচাগলা দেহ।
—————————————-
দেখুন ভিডিও
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৩ নভেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে ভাড়া বাড়ির বন্ধ ঘরে খুন বিহারের যুবক। বৃহস্পতিবার ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে বাড়ির মালিক থানায় খবর দেন। পুলিশ এসে তালা ভেঙে পচন ধরা রক্তাক্ত দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম ছোটন দুবে (২৫)। বিহারের ছাপড়া জেলার খানপুরের বাসিন্দা।
বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের ফরিদপুরের বাউরিপাড়ায় ঘরের ভিতর থেকে দুর্গন্ধ পেয়ে বাড়ির মালিক গৌতম সাহা খবর দেন দুর্গাপুর থানার পুলিশকে। পুলিশ এসে দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। তারপরেই দেখতে পায় মেঝেতে পরে যুবকের রক্তাক্ত পচাগলা দেহ। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে।
জানা গিয়েছে, গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে ভাড়া থাকে বিহারের বহু মানুষ। এই যুবক কি উদ্দেশ্যে এখানে ভাড়া ছিল তা স্পষ্ট নয়। ওই যুবক খুন হয়েছে বলেই পুলিশের প্রাথমিক অনুমান। নমুনা সংগ্রহের জন্য ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে আসে।
কমিশনারেটের এসিপি (কাঁকসা) সুমন কুমার জয়সওয়াল জানান, বিহারের ওই যুবক মঙ্গলবার গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর পর ফরিদপুরের ভাড়া বাড়িতে ফেরেন। বুধবার সকাল থেকেই ঘরের দরজা বন্ধ ছিল। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তে নেমেছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।