কারখানা কর্তৃপক্ষ মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
—————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৩ নভেম্বর ২০২৩: বৃহস্পতিবার সকালে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার সগরভাঙ্গার একটি বেসরকারি গ্রাফাইট কারখানায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই কর্মরত অবস্থায় এক ঠিকা শ্রমিকের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে মৃতের নাম তপন ঘোষ (৪৫)। শ্রমিক সংগঠনের দাবি মেনে কারখানা কর্তৃপক্ষ মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now