দেশদ্রোহীতা আইনে মন্ত্রী সিদ্দিকুল্লাকে গ্রেফতারের দাবি দিলীপের

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দেশদ্রোহীতা আইনে মন্ত্রী সিদ্দিকুল্লাকে গ্রেফতারের দাবি তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের সামনে এই দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও চ্যালেঞ্জ ছোড়েন। দুর্গাপুরের বিধাননগর সান্টোস ক্লাবের মাঠে প্রাতঃভ্রমণ করেন দিলীপ। ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই সহ দলের অন্যান্য নেতৃত্ব।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
সেখানে দিলীপ বলেন, “সিদ্দিকুল্লা চোধুরীদের মতো সাম্প্রদায়িক লোকদের কাঁধে ভর করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন। তাই নিরুপায় হয়ে এদেরকে মাথায় করে রেখেছেন। দেশদ্রোহীতা আইনে সিদ্দিকুল্লা চৌধুরীকে গ্রেফতার করা উচিত।” অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন দিলীপ ঘোষ। চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, “অভিষেক তো বলেছিলেন, কপালে না কি গুলি করতেন! আজ ওনার রক্ত ঠান্ডা হয়ে গেছে। দম থাকে তো মুর্শিদাবাদে গিয়ে গুলি করার কথা বলুন। সিংহাসন টলে যাবে। রাস্তায় নেমে আসবেন অভিষেক। আর সেই ভয়ে উনি চুপ।” তৃণমূল নেতৃত্বে দিলীপের এদিনের বক্তব্যকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন।
