দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ এপ্রিল ২০২৪: উত্তরবঙ্গে জনসভায় যোগ দেওয়ার আগে মুখ্যমন্ত্রীকে চোর চোর স্লোগান দেয় কয়েকজন। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের এমএএমসি টাউনশিপে রাম নবমীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, চোরেদের সরকার, চোরেদের পার্টি, চোরেদের সঙ্গে থেকে থেকে, আজ মানুষ সাহস পেয়েছে ওঁকে চোর বলার। কেন? দেশে এত মুখ্যমন্ত্রী রয়েছেন, কাউকে তো কেউ চোর বলে না। জেল খেটে এসেছে, তাকেও বলে না। আজ কেন ওঁকে বলছে? এই দিনটা কেন দেখতে হচ্ছে ওঁকে? যে কর্ম করেছেন তার ফল ভোগ করতে হচ্ছে।
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি রামনবমীকে কেন্দ্র করে দাঙ্গা বাধাতে পারে রাজনৈতিক ফায়দা তোলার জন্য। জবাবে দিলীপ ঘোষ বলেন, উনি মুসলমানদের পরবে ইদে গিয়ে সেখানে দাঙ্গার কথা বলছেন। ওঁর মাথায় দাঙ্গাই আছে। বিজেপি সারা দেশে দাঙ্গা বন্ধ করেছে। পশ্চিমবাংলাতেও দাঙ্গা বন্ধ করবে। রামনবমীর মিছিলে হাজার হাজার মানুষ রাস্তায় নামবে বলে দাবি করেন তিনি। এদিন দুপুরে বুদবুদের রণডিহাতে জনসংযোগ যাত্রায় হাঁটেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।