সনাতন গড়াই, দুর্গাপুর দর্পণ, ৪ মে ২০২৪: দলের বিপরীতে গিয়ে সন্দেশখালির মন্ডল সভাপতির সাজা চাইলেন দিলীপ ঘোষ! স্টিং অপারেশন নিয়ে কার্যত বেসামাল বিজেপি। স্টিং অপারেশনের ভিডিওতে সন্দেশখালির মন্ডল ২ বিজেপি সভাপতি গঙ্গাধর কয়ালের বক্তব্য নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। শেষ পর্যন্ত বিজেপি ওই ভিডিও ফেক দাবি করে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছে।
এই পরিস্থিতিতে শনিবার বিকালে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে দিলীপ ঘোষ বলেন, ‘‘ওকে টাকা দিয়েছে কি? ও কি তার মধ্যে যুক্ত আছে? তাহলে ওকে সাজা দেওয়া উচিত।’’ যদিও তিনি বলেন, ‘‘ইডির লোককে মারা, মহিলাদের উপর অত্যাচার, পিঠে বানানো, এসব তো সাজাহান স্বীকার করেছে। তৃণমূল জানবে কী করে?’’
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
তৃণমূলের অভিযোগ, সন্দেশখালির ঘটনা শুভেন্দু অধিকারীর সাজানো এবং টাকা দিয়ে করানো হয়েছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,”স্টিং অপারেশন তদন্তের আওতায়। তদন্তের উপর সবার ভরসা রাখা উচিত। দেখাশোনা করছে আদালত। তৃণমূল অনেক বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা নিজেরাই চক্রান্ত করছে আর অন্যের উপরে কথা বলছে।’’ এদিন তিনি দুর্গাপুরে বঙ্গীয় যাদব মহাসভার সম্মেলনে যোগ দেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।