দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১ আগস্ট ২০২৪: বৃহস্পতিবার ছিল দিলীপ ঘোষের জন্মদিন। এদিন তিনি যান বিধানসভায়। যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে। একে অপরকে মিষ্টিমুখ করান। শুভেন্দু উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান দিলীপকে। উপস্থিত ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল, লক্ষ্মণ ঘোড়ুই, শঙ্কর ঘোষ প্রমুখ। লোকসভা নির্বাচনে ফলাফল আশানুরূপ না হওয়ায় শুভেন্দু গোষ্ঠীর বিরুদ্ধে তোপ দাগেন দিলীপ। দুই পক্ষের মধ্যে সেই দূরত্বের সঙ্গে এদিনের ছবি একেবারেই ভিন্ন।
দিলীপ এখন দলের কোনও পদে নেই। লোকসভা নির্বাচনে হেরে গিয়েছেন। তাই তিনি এদিন সটান শুভেন্দুর ঘরে চলে যাওয়ায় অনেকেই অন্যরকম সমীকরণ সামনে আসছে বলে মনে করছেন। গোষ্ঠীকোন্দল মিটিয়ে নিতে দুই পক্ষই উদ্যোগী বলে মনে করা হচ্ছে। দিলীপ মাঝে রাজনীতি ছেড়ে দেওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন। তাহলে কি ফের বঙ্গ বিজেপিতে দিলীপ গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন? তার আগে শুভেন্দু শিবিরের সঙ্গে দ্বন্দ্ব দূর করতে তাই কি উদ্যোগী হলেন দিলীপ? একমাত্র সময়ই দিতে পারবে এই সব প্রশ্নের উত্তর। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
#BJP #Dilip Ghosh #Suvendu Adhikari