পঙ্কজকে নিয়ে এ কী বললেন ঋতব্রত? তোলপাড় দুর্গাপুর

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শনিবার বিকেলে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে জেলা স্তরের শিল্প সমন্বয় বৈঠক হয়। সেখানে আইএনটিটিইউসি রাজ্য সভাপতি রাজ্য সভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, আইএনটিটিইউসির কেউ বা তৃণমূলের কোনও নেতা যদি কারখানায় নিয়োগের ব্যাপারে সুপারিশ করেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, এখনও দুর্গাপুরে কেউ কেউ নিয়োগের বিষয়ে সুপারিশ করছেন। বক্তব্য রাখার মাঝে আচমকা তিনি বলে দেন, “আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, পঙ্কজ রায় সরকার আইএনটিটিইউসি-র কেউ নন।” হঠাৎ করে এভাবে একজনের নাম করে তাঁর এমন বক্তব্যে প্রেক্ষাগৃহে উপস্থিত শিল্প কারখানার প্রতিনিধিরা মুখ চাওয়া চাওয়ি শুরু করে দেন। পরে সাংবাদিকরা ঋতব্রতের কাছে জানতে চান, পঙ্কজের বিরুদ্ধে নির্দিষ্ট কোনও অভিযোগ রয়েছে কী না। ঋতব্রত তখন বলেন, “নির্দিষ্ট করে কিছু বলছি না। অনেকে আমাকে বলেছেন। এখানে সকলে আছেন। তাই আমি সেটা বলে দিলাম। উনি আমাদের পার্টির সঙ্গে যুক্ত।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
জানা গিয়েছে, দলবদল করে তৃণমূলে যোগ দিলেও পঙ্কজ তৃণমূলের কোনও পদে নেই। তা সত্বেও এদিন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি হঠাৎ করে তাঁর দিকে আঙুল তোলায় চর্চা শুরু হয়ে গিয়েছে দুর্গাপুরে। পঙ্কজ বলেন, “আমি আইএনটিটিইউসি-র কেউ এটা কে দাবি করেছে? আমি কখনও করিনি। তাছাড়া, ১২ জনের কোর কমিটি ঘোষিত হয়ে গিয়েছে তো। আমি নিজে শ্রমিক ছিলাম। দুর্গাপুরের শ্রমিকদের সাথে আমার সহজ, সরল, সৎ সম্পর্ক আছে। দুর্গাপুরের শিল্প রক্ষা করতে গেলে শ্রমিক স্বার্থ রক্ষা জরুরী। শিল্প না বাঁচলে শ্রমিকদের অস্তিত্ব থাকে কি? শ্রমিক আন্দোলন করবে আবার ঠিকাদারি করবে, অনৈতিক উপায়ে শ্রমিক নিয়োগ করবে, তা হয় না। ঋতব্রত সঠিক বলেছেন। এবার নির্দিষ্ট করে তাদের নাম প্রকাশ করা উচিত। তাতে দল, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হাত শক্তিশালী হবে। মাননীয়া মুখ্যমন্ত্রী বার বার বলেছেন দুর্গাপুরের কারখানায় স্থানীয়দের কাজ দিতে হবে। সুস্পষ্ট নিয়োগ নীতির মধ্যে দিয়ে তা নিশ্চিত করতে হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

