দুর্গাপুর: বুধবার বিকালে দুর্গাপুরের আরআইপি শিল্পতালুকের একটি ন্যাপথলিন কারখানায় ভাটি বিস্ফোরণে ভয়াবহ আগুন লাগে। জখম হন কারখানার শ্রমিক বাঁকুড়ার বড়জোড়ার প্রতাপপুরের অমর দাস। তাঁকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মিশন হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিন রাতে বিধানসভা থেকে ফেরার পথে অগ্নিকান্ডের খবর পেয়ে কারখানায় যান পান্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। ছিলেন দলের নেতা পঙ্কজ রায় সরকার, প্রাক্তন কাউন্সিলর অঙ্কিতা চৌধুরী সহ অন্যান্যরা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
কারখানা থেকে এরপর নরেন্দ্রনাথবাবু যান মিশন হাসপাতালে জখম শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করতে। তিনি পরিবারের সবার সঙ্গে কথা বলেন সব রকম ভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। আপাতত কিছু আর্থিক সাহায্যও করেন। দরকার হলে বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ প্রমুখের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার আশ্বাসও দেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।