দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে নৃশংস ভাবে খুন ও ধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য তথা সারা দেশ। ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে চিকিৎসক ও মেডিকেলের পড়ুয়ারা প্রতিবাদ আন্দোলন করছেন। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা এবং মেডিকেল পড়ুয়ারা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখালেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এদিন সিটি সেন্টারে একটি শপিং মলের সামনে থেকে তাঁরা হাতে প্লাকার্ড নিয়ে শান্তিপূর্ণ মিছিল করেন। তাঁরা জানান, চিকিৎসক তরুণীর সঙ্গে যা ঘটেছে, তার পর থেকে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। মেডিকেল পড়ুয়ারা এবং চিকিৎসকরা বলেন, “আইন ও বিচারের উপর ভরসা আছে। দ্রুত এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের সকলের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে।” দ্রুত এই ঘটনার কিনারা না হলে তাঁরা বৃহত্তরে আন্দোলনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।