আগুন লেগে বন্ধ হয়ে গেল ডিপিএলের অষ্টম ইউনিট

আগুন লেগে বন্ধ হয়ে গেল ডিপিএলের অষ্টম ইউনিট
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের রাজ্য সরকারের অধীনস্ত দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড (ডিপিএল) এর অষ্টম ইউনিট বন্ধ হয়ে গিয়েছে। এই ইউনিট থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। মঙ্গলবার রাতে ওই ইউনিটের স্টেশন ট্রান্সফর্মার আচমকা আগুনে পুড়ে যায়। এরপরেই বন্ধ হয়ে যায় ২০১৪ সালে চালু হওয়া অষ্টম ইউনিট। ডিপিএলের জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানান, কী করে আগুন লাগল তা জানতে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

জেলা বিজেপি নেতৃত্ব এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি জানিয়েছেন। বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, আগুন নেভানোর প্রয়োজনীয় পরিকাঠামো নষ্ট করে দেওয়া হয়েছে। বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিপিএলের আইএনটিটিইউসি নেতা আলোময় ঘোড়ুই বলেন, সরকার শ্রমিকদের পাশে আছে। সরকারের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত করছে বিরোধীরা। দ্রুত মেরামতি করে ফের চালু হয়ে যাবে ইউনিট। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন) 

আগুন লেগে বন্ধ হয়ে গেল ডিপিএলের অষ্টম ইউনিট
আগুন লেগে বন্ধ হয়ে গেল ডিপিএলের অষ্টম ইউনিট
এই ইউনিট থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। মঙ্গলবার রাতে ওই ইউনিটের স্টেশন ট্রান্সফর্মার আচমকা আগুনে পুড়ে যায়। এরপরেই বন্ধ হয়ে যায় ২০১৪ সালে চালু হওয়া অষ্টম ইউনিট।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!