নির্মাণ শিল্পে যুগান্তকারী পদক্ষেপ, আলট্রাটেকের সঙ্গে ‘মউ’ সাক্ষর ডা. বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজের

নির্মাণ শিল্পে যুগান্তকারী পদক্ষেপ, আলট্রাটেকের সঙ্গে ‘মউ’ সাক্ষর ডা. বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজের
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আল্ট্রাটেক সিমেন্ট লিমিটেড কর্তৃপক্ষ পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডা. বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজের (BCREC) সঙ্গে যৌথ উদ্যোগে সেন্টার অফ এক্সিলেন্স প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছেন। কলেজ ক্যাম্পাসে এই কেন্দ্রটি গড়ে তোলা হবে। এর ফলে কলেজের পড়ুয়াদের উদ্ভাবন দক্ষতা বাড়বে। জ্ঞান বিনিময়, গবেষণা এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিল্প ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির পথ আরও প্রশস্ত হবে। 

 

এই কেন্দ্রের মাধ্য়মে BCREC-র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ আল্ট্রাটেক সিমেন্টের সঙ্গে যৌথভাবে সবশেষ নির্মাণ প্রযুক্তি এবং মজবুত নির্মাণ কাঠামো বিষয়ক অত্যাধুনিক প্রশিক্ষণ কর্মসূচি, সেমিনার, কর্মশালার আয়োজন করবে। এছাড়া সিমেন্ট উৎপাদন, স্মার্ট নির্মাণ সমাধান এবং স্থায়িত্বের ক্ষেত্রে যৌথ গবেষণাকে উৎসাহিত করবে। সিভিল ইঞ্জিনিয়ারিং ছাড়াও কলেজের সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের দক্ষতা কাজে লাগিয়ে নির্মাণ শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে নতুন নতুন উদ্ভাবনী ধ্যান ধারণাকে উৎসাহিত করার চেষ্টা করা হবে।

 

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

গত ১০ মে BCREC-এর বোর্ডরুমে আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। BCREC-এর তরফে কলেজের অধ্যক্ষ ড. সঞ্জয় এস. পাওয়ার এবং আল্ট্রাটেক সিমেন্ট লিমিটেডের পক্ষে আঞ্চলিক প্রধান (কারিগরি) বিশ্ব ভূষণ বড়াল সাক্ষর করেন। পাঁচ বছরের মেয়াদে এই মউ চুক্তি কার্যকর থাকবে বলে দুই পক্ষ সম্মত হয়েছে। স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. বি. সি. রায় সোসাইটির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, সোসাইটির কোষাধ্যক্ষ জার্নেল সিং, BCREC-এর ভাইস প্রিন্সিপাল ড. কে. এম. হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. সঞ্জয় সেনগুপ্ত এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক অমিত কোটাল।

আল্ট্রাটেক সিমেন্টের তরফে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেরিটরি সেলস হেড সিদ্ধার্থ মহাপাত্র এবং দুর্গাপুরের টেকনিক্যাল ম্যানেজার এস. আব্দুল ওয়ারেশ, রিজিওনাল হেড (মার্কেটিং) দেবেশ তিওয়ারি। দেবেশবাবু বলেন, “BCREC-এর মতো একটি অত্যন্ত উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত করে আমরা নিজেদের সম্মানিত বোধ করছি। আশা করি, দুই প্রতিষ্ঠানের এই যৌথ উদ্যোগ যেমন পড়ুয়াদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে, তেমনই নতুন নতুন উদ্ভাবনী ধারণার বাস্তবায়নের মাধ্যমে নির্মাণ শিল্পের সামগ্রিক উন্নতি হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
নির্মাণ শিল্পে যুগান্তকারী পদক্ষেপ, আলট্রাটেকের সঙ্গে 'মউ' সাক্ষর ডা. বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজের
News
নির্মাণ শিল্পে যুগান্তকারী পদক্ষেপ, আলট্রাটেকের সঙ্গে 'মউ' সাক্ষর ডা. বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজের
:
সিভিল ইঞ্জিনিয়ারিং ছাড়াও কলেজের সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের দক্ষতা কাজে লাগিয়ে নির্মাণ শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে নতুন নতুন উদ্ভাবনী ধ্যান ধারণাকে উৎসাহিত করার চেষ্টা করা হবে।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!