রজত জয়ন্তী বর্ষে পরিবেশ আন্দোলনের অসামান্য কৃতীদের সম্মান প্রদান করল ডাঃ বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ

রজত জয়ন্তী বর্ষে পরিবেশ আন্দোলনের অসামান্য কৃতীদের সম্মান প্রদান করল ডাঃ বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ফুলঝোড়ের ডাঃ বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে শুক্রবার ডাঃ বি সি রায় কৃতী সম্মান-২০২৫ প্রদান করা হয় একটি সংস্থা ও তিন ব্যক্তিকে। কলেজের দুলাল মিত্র প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ আন্দোলনে অসামান্য কৃতিত্বের জন্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, ‘সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে’র রাজ্য সম্পাদক শুভব্রত রায়চৌধুরী, ‘গাছ বাবা’ হিসাবে পরিচিত পদ্মশ্রী দুখু মাঝি এবং ‘গাছ দাদু’ হিসাবে পরিচিত বাঁকুড়ার শ্যামাপদ বন্দ্যোপাধ্যায়কে ডাঃ বি সি রায় কৃতী সম্মান সম্মান প্রদান করা হয়।

রুখু শুখু পুরুলিয়া জেলা জুড়ে হাজার হাজার গাছ লাগিয়েছেন দুখু মাঝি। সেই একই কাজ বাঁকুড়ায় করেছেন শ্যামাপদ বন্দ্যোপাধ্যায়। সমাজে ধারাবাহিকভাবে বিজ্ঞান মনস্কতা এবং পরিবেশ সচেতনতা গড়ে তুলতে কাজ করে চলেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান বিষয়ক সচেতনতা গড়ে তুলতে ধারাবাহিক ভাবে কাজ করে চলেছেন শুভব্রত রায়চৌধুরী। সবাইকে এদিন পরিবেশ রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকার জন্য কৃতী সম্মান প্রদান করা হয়।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

অনুষ্ঠান শুরু হয় সোমনাথ বন্দ্যোপাধ্যায় ও তাঁর টিম রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি পরিবেশন করেন। স্বাগত ভাষণ দেন কলেজের অধ্যক্ষ ড. সঞ্জয় এস পাওয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএফও, দুর্গাপুর অনুপম খান। অতিথিদের সংবর্ধনা দেন ডাঃ বি সি রায় সোসাইটির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, কোষাধ্যক্ষ জার্নেল সিং, সোসাইটির সদস্য অভীক মুখোপাধ্যায়, মিতা মিত্র, রীতা সিং ও সাধনা শিকদার। চার কৃতীকে মানপত্র প্রদান করেন সোসাইটির চারটি কলেজের চার জন অধ্যক্ষ। কৃতীরা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। গাছ লাগানোর আর্জি জানান। সংবর্ধনার শেষে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফে ড. তপন সাহা ও কল্লোল ঘোষ তিন কৃতীকে সঙ্গে নিয়ে কলেজ ক্যাম্পাসে চারটি গাছের চারা রোপণ করেন।

তরুণবাবু বলেন, “দুর্গাপুরের বহু মানুষ রয়েছেন যাঁরা শহরের নাম উজ্জ্বল করেছেন, খ্যাতি অর্জন করেছেন। তাঁদেরও ভবিষ্যতে কৃতী সম্মান প্রদান করা হবে।” ইনফরমেশন টেকনোলজির বি-টেকের ছাত্র গৌরব কুমার ও প্রীতম বারাণসীর IIT BHU-তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করার সুযোগ পাওয়ায় এদিনের অনুষ্ঠানে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।  (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

রজত জয়ন্তী বর্ষে পরিবেশ আন্দোলনের অসামান্য কৃতীদের সম্মান প্রদান করল ডাঃ বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ
রজত জয়ন্তী বর্ষে পরিবেশ আন্দোলনের অসামান্য কৃতীদের সম্মান প্রদান করল ডাঃ বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ
ডাঃ বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে শুক্রবার ডাঃ বি সি রায় কৃতী সম্মান-২০২৫ প্রদান করা হয় একটি সংস্থা ও তিন ব্যক্তিকে।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!