দুর্গাপুর: পুলকারে যাচ্ছে একদল খুদে পড়ুয়া। স্কুল থেকে ফিরছে তারা। পুলকার ছুটছে তীব্র গতিতে। পুলকার চালকের গতিবিধি দেখে সন্দেহ হয় ট্রাফিক পুলিশের। পুলকার থামিয়ে চালকের মুখে ব্রেথ অ্যানালাইজার মেশিন দিয়ে পরীক্ষা করতেই ধরা পড়ে গেল, সে আদতে মদ্যপ। এরপরেই দুর্গাপুরের মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ এসবি মোড়ে শিব শঙ্কর টুডু নামে বাঁকুড়ার গঙ্গাজলঘাটির বাসিন্দা ওই পুলকার চালককে গ্রেফতার করে।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিধাননগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল থেকে খুদে পড়ুয়াদের নিয়ে এসবি মোড় হয়ে কোকওভেন থানার সুভাষপল্লী এলাকায় যাচ্ছিল পুলকারটি। এসবি মোড়ের কাছে ওই পুলকারের চালককে দেখে সন্দেহ হতেই গাড়ি থামায় ট্রাফিক পুলিশ। তার পরেই ধরা পড়ে সে মদ্যপ। পড়ুয়াদের নিরাপদে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
ট্রাফিক পুলিশের এমন ভূমিকায় খুশি অভিভাবক। কমিশনারেটের ট্রাফিক গার্ডের এসিপি ৩ রাজকুমার মালাকার বলেন, “এসবি মোড়ে আমাদের চেকপোস্ট রয়েছে। সেখানে পুলকারের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় পুলকারটিকে আটকানো হয়। চালক মদ্যপ অবস্থায় থাকায় তাকে গ্রেফতার করা হয়।কোকওভেন থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।