অবশেষে চালু হল দুর্গাপুর ব্যারাজের রাস্তা, স্বস্তি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: অবশেষে রবিবার দুপুর থেকে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে দামোদরের উপর দুর্গাপুর ব্যারাজের সেতু খুলে দেওয়া হল। সংস্কারের কাজ শুরু হয়েছিল মে মাসের শুরুতে। কাজ শেষ করার কথা ছিল ১৫ জুন। সেইমতো ১৫ জুন দুপুর থেকে যান চালচল শুরু হয়ে গেল ব্যারাজের সেতু দিয়ে। ফলে বাঁকুড়া ও দুর্গাপুরের মধ্যে সরাসরি যোগাযোগ চালু হল আবার।
দুর্গাপুরে দামোদরের উপর ডিভিসি ব্যারাজ গড়ে তোলে ১৯৫৫ সালে। জেশপ কোম্পানি এই ব্যারাজটি তৈরি করে। এত পুরনো সেতুর রাস্তার আমুল সংস্কার কার্যত কখনই করা হয়নি বলে অভিযোগ। ফলে মাঝে মাঝেই রাস্তা বেহাল হয়ে যাতায়াত দুর্বিষহ হয়ে যেত। সেচ দফতর শেষ পর্যন্ত সেতুর রাস্তার আমুল সংস্কার করার সিদ্ধান্ত নেয়। সেই মতো ব্যারাজের নীচে দামোদরের উপর বিকল্প রাস্তা গড়়ে তোলা হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ব্যারাজের উপর দিয়ে একটি লেন দিয়ে বাস, অ্যাম্বুল্যান্স, দমকল, সাইকেল যাতায়াতের অনুমতি ছিল। তবে বাকি সব যানবাহন চলাচল করতে থাকে অস্থায়ী রাস্তা দিয়ে। ট্রাক, লরি যাতায়াত পুরোপুরি নিষিদ্ধ করা হয়। আগেই সেগুলি অন্য রুট দিয়ে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। মে মাসের শুরু থেকে সেতু সংস্কারের কাজ শুরু হয়। সেই কাজ শেষ হয় শনিবার। ঝকঝকে ম্যাস্টিকের রাস্তা করা হয়েছে। রেলিং, ফুটপাত সংস্কার করে রং করা হয়েছে।
রবিবার দুপুরে সেতুর সংস্কার কাজ পরিদর্শন করেন বাঁকুড়ার জেলাশাসক এন সিয়াদ, বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় সহ সেচ দফতরের আধিকারিকরা। জেলাশাসক বলেন, “৪৫ দিনের মধ্যে সংস্কারের কাজ শেষ হওয়ার কথা ছিল। ৪৫ দিনের মধ্যেই সম্পূর্ণ হয়েছে। আজ থেকে ছোট গাড়ি যাতায়াত করতে দেওয়া হবে। সোমবার থেকে সমস্ত গাড়ি চলাচল করবে। সামনেই বর্ষাকাল। তাই ডাউন স্ট্রিমের বিকল্প রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

