দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আরজি করের ঘটনার প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে রবিবার রাতে মিছিল বের করে প্রাক্তন সেনাকর্মীদের সংগঠন দুর্গাপুর এক্স সার্ভিসমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য ও তাঁদের পরিবারের লোকজন। বৃষ্টি উপেক্ষা করে মিছিল শুরু হয় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ) কার্য্যালয়ের সামনে থেকে। দমকল বিভাগ ও জংশন মল চত্বর ঘুরে ফের মিছিল এডিডিএ-তে এসে শেষ হয়। বহু মহিলা অংশ নেন মিছিলে। সব শেষে জাতীয় সঙ্গীত গেয়ে কর্মসূচী শেষ করেন তাঁরা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
Highlight
News
আরজি করের ঘটনার প্রতিবাদে দুর্গাপুরে মিছিল করল দুর্গাপুর এক্স সার্ভিসমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
:
দমকল বিভাগ ও জংশন মল চত্বর ঘুরে ফের মিছিল এডিডিএ-তে এসে শেষ হয়। বহু মহিলা অংশ নেন মিছিলে। সব শেষে জাতীয় সঙ্গীত গেয়ে কর্মসূচী শেষ করেন তাঁরা।
Published by
Arpita Majmumder
Publisher
Durgapur Darpan
WhatsApp Group
Join Now