দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩০ মে ২০২৩: দেশের সেরা দশে জায়গা করে নিল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের একটি চক্ষু হাসপাতাল। সর্বভারতীয় ইংরাজি পত্রিকা ‘আউটলুক’ (Outlook India) সম্প্রতি সারা দেশের বিভিন্ন চক্ষু হাসপাতালের গুণমানের নানা সূচক যাচাই করে সেরা দশ হাসপাতালের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় জায়গা করে নিয়েছে দুর্গাপুরের Dvita Eye Care।
দুর্গাপুরের সিটি সেন্টারে আম্বেদকর সরণীতে রয়েছে Dvita Eye Care। গড়ে ওঠার অতি অল্প সময়ের মধ্যে এই হাসপাতাল সমগ্র দক্ষিণবঙ্গ তো বটেই, পার্শ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খন্ডেরও রোগীদের বিপুল আস্থা অর্জন করতে সমর্থ্য হয়েছে। চক্ষু চিকিৎসার যাবতীয় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে এখানে। প্রতিষ্ঠিত নামী বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের একটি দল নিরন্তর রোগীদের পরিষেবা প্রদানে ব্যস্ত।
এই চক্ষু হাসপাতাল গড়ে তোলার নেপথ্যে রয়েছেন মিশন হাসপাতালের চেয়ারম্যান ডাঃ সত্যজিৎ বসু। তিনি বলেন, ‘‘অত্যন্ত স্বল্প ব্যয়ে এই হাসপাতালে আন্তর্জাতিক মানের পরিষেবা প্রদান করা হয়ে থাকে।’’
দেখুন গুরুত্বপূর্ণ একটি সাক্ষাৎকার