September 28, 2023

NHAI-এ পেড ইন্টার্নশিপের সুযোগ করে দিচ্ছে BCREC

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ মে ২০২৩: দেশের মাত্র কয়েকটি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়াদের জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI) প্রতি বছর ‘পেড ইন্টার্নশিপ’ করার সুযোগ দিয়ে থাকেন। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের Dr. B. C. Roy Engineering College তার অন্যতম।

এই কলেজের সঙ্গে জাতীয় সড়ক কর্তৃপক্ষের মউ (MoU) চুক্তি সাক্ষর হয়েছে। সেই চুক্তির ভিত্তিতে প্রতি বছর কলেজের Civil Engineering বিভাগের পড়ুয়ারা পেড ইন্টার্নশিপ করার সুযোগ পেয়ে থাকেন। এ’বছরও তার ব্যতিক্রম হয়নি।

কলেজ পরিচালন সমিতির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য জানিয়েছেন, এ’বছর  Civil Engineering বিভাগের তৃতীয় বর্ষের মোট ২০ জন পড়ুয়া এক মাসের সামার ইন্টার্নশিপের (summer internship) সুযোগ পেয়েছেন। প্রত্যেক পড়ুয়াকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ৮০০০ টাকা করে অনুদান প্রদান করবেন।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: