দুর্গাপুর উৎসব ২০২৫: তৃতীয় বর্ষে আরও বড় আয়োজন
সাংস্কৃতিক মহোৎসবের জন্য তৈরি শিল্প শহর
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আগামী ৫ ডিসেম্বর থেকে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দান ফের জমে উঠতে চলেছে তৃতীয় বর্ষের দুর্গাপুর উৎসবকে ঘিরে। টানা ১০ দিন ধরে, অর্থাৎ ১৫ ডিসেম্বর পর্যন্ত, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী, হস্তশিল্প মেলা, খাদ্যমেলা থেকে নানা বিনোদনের আয়োজন থাকছে এই উৎসবে। শহরবাসী অপেক্ষার প্রহর গুণতে শুরু করে দিয়েছেন।
রবিবার উৎসবের প্রস্তুতি পর্যালোচনা করতে আয়োজিত সভায় হাজির ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, এসবিএসটিসি-র চেয়ারম্যান সুভাষ মণ্ডল, এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রাক্তন মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায়, প্রশাসনের আধিকারিক ও উদ্যোক্তারা। চলতি বছরের আয়োজন আরও সুষ্ঠুভাবে করতে বিভিন্ন দিক পর্যালোচনা করেন তাঁরা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
উদ্যোক্তাদের মতে, এবারের উৎসবে কলকাতা বা মুম্বইয়ের শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীদেরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যাতে দুর্গাপুরের সাংস্কৃতিক পরিচয় আরও উজ্জ্বল হয়ে ওঠে। উৎসবের প্রতিটি দিক—স্টল বরাদ্দ, নিরাপত্তা ব্যবস্থা, আলোর ব্যবস্থা, স্টেজ নির্মাণ, যানবাহন নিয়ন্ত্রণ—সব দিক এগিয়ে নিয়ে যাওয়ার কাজ এবার দ্রুত শুরু হয়ে যাবে।
সভায় মন্ত্রী প্রদীপ মজুমদার আহ্বান জানান, দুর্গাপুরের প্রতিটি নাগরিক ও উদ্যোক্তাকে একজোট হয়ে উৎসবকে সফল করে তোলার জন্য। তাঁর কথায়, “দুর্গাপুর উৎসব শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, শহরের কৃষ্টি, সংস্কৃতি, গৌরবের প্রতীক।” এদিনের সভার পর থেকে শহরজুড়ে দুর্গাপুর উৎসবের আমেজ ছড়িয়ে গেল। এবারের দুর্গাপুর উৎসব যে আরও বড়, আরও বর্ণময় হতে চলেছে, তা বলাই যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


