স্বনির্ভর মহিলাদের বাজার ধরতে সাহায্য করছে দুর্গাপুর মহিলা কলেজ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর মহিলা কলেজের ছাত্রীরা ক্ষুদ্র মহিলা উদ্যোগপতিদের ব্যবসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। পড়াশোনার পাশাপাশি সমাজের প্রতি তাঁদের দায়িত্ব পালন করছেন ছাত্রীরা। দুর্গাপুর শহরের দুই ক্ষুদ্র মহিলা উদ্যোগপতির উৎপাদিত সামগ্রী বিশ্বের দরবারে পৌঁছে দিতে তাঁরা তাঁদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। সরকারি প্রকল্পের জন্য নাম নিবন্ধন করে দিয়েছেন। প্রদর্শনীতে কী ভাবে তাঁরা অংশগ্রহণ করবেন সে বিষয়ে সহায়তা করছেন।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
আমেরিকার ব্র্যাডলি ইউনিভার্সিটি এবং কলকাতা বিশ্ববিদ্যালয় যৌথভাবে একটি প্রকল্প তৈরি করেছে। যার মাধ্যমে সেইসব মহিলা উদ্যোগপতিদের গড়ে তোলা হবে, যাঁরা নিজেরাই জিনিসপত্র তৈরি করেন এবং কোনও এমএসএমই প্রতিষ্ঠানের সাথে যুক্ত নন। কলেজের অধ্যক্ষা ড. মহানন্দা কাঞ্জিলাল বলেন, “ছোট মহিলা উদ্যোক্তারা, যাঁরা হাতের কাজ করেন, আচার বা বড়ি তৈরি করেন, যাঁরা কারও কাছ থেকে সাহায্য পান না, এই প্রকল্পের লক্ষ্য হল সেইসব মহিলাদের সাহায্য করা, ইন্টারনেটে তাঁদের জন্য পাতা তৈরি করা এবং প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা। তিনি আরও বলেন, “বর্তমানে, দুর্গাপুরের দুই নারী উদ্যোগপতি অপর্ণা সিং এবং স্বাতী মণি খান, যাঁরা বুটিক নিয়ে কাজ করছেন, তাঁদের সাহায্য করা হচ্ছে। শহর জুড়ে অনেক পিছিয়ে পড়া মহিলা আছেন, আমাদের লক্ষ্য হল তাঁদের জন্যও কাজ করা।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

