চারদিন ধরে পুর নিগমের জল সরবরাহ বন্ধ সগড়ভাঙায়!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পুরসভার টাইমকলের সামনে বালতি পেতে অপেক্ষার যেন শেষ নেই। তবু টাইম কলে জল আসছে না। পানীয় জলের এমন সমস্যা চলছে চারদিন ধরে। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর নগর নিগমের ২৮নং ওয়ার্ডের সগড়ভাঙা এলাকার বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন। নগর নিগম জানিয়েছে, আপাতত ট্যাঙ্কার পাঠিয়ে পানীয় জল দেওয়া হচ্ছে। দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা চলছে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
নগর নিগম সূত্রে খবর, পানীয় জলের পাইপলাইনের কাজ চলছে। সেজন্য শুক্রবার বিকেল থেকে বন্ধ আছে ওই এলাকায় পানীয় জল পরিষেবা। স্থানীয়দের অভিযোগ, পানীয় জল পেতে হিমশিম খেতে হচ্ছে। জল কিনে খেতে হচ্ছে। তবুও কোনও ব্যবস্থা নিচ্ছে না নগর নিগম। স্থানীয় বাসিন্দা অশোক মুখোপাধ্যায়ের অভিযোগ, “পাইপলাইনে কাজ করতে চারদিন সময় লাগে! জল পাচ্ছি না বলে আমাদের জল কিনে খেতে হচ্ছে। নির্বিকার দুর্গাপুর নগর নিগম।” নগর নিগমের প্রশাসকমন্ডলীর সদস্য দীপঙ্কর লাহার দাবি, “পানীয় জলের ট্যাঙ্কার পাঠানো হয়েছে।” স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ শেষ পর্যন্ত পাইপলাইনের জল আসতে শুরু করে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

