দুর্গাপুর দর্পণ, ২৪ মে ২০২৪: কর্মী বিক্ষোভে বিক্রিবাটা বন্ধ পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের একটি শপিং মলে। বৃহস্পতিবারের পরে শুক্রবার সকাল থেকে শপিং মলের গেটে বিক্ষোভ দেখান কর্মীরা। ক্রেতারা এসে ফিরে গিয়েছেন। কর্মীদের অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে সিটি সেন্টারে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সভায় যোগ দিয়েছিলেন তাঁরা। তাই তাঁদের দূরবর্তী শাখায় বদলির নির্দেশ দেওয়া হচ্ছে। নির্দেশ প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা।
কর্মীদের দাবি, সংস্থার তরফে তাঁদের জানানো হয়েছে, কাজ করতে গেলে কোনও রাজনৈতিক দলের কর্মসূচীতে যাওয়া যাবে না। বিক্ষোভকারী কর্মী মনোতোষ শিকদার অভিযোগ তোলেন, তাঁরা এখন চরম সমস্যার মুখে পড়েছেন। একে তো অল্প বেতনে কাজ করেন তারপর আবার বদলি করে দেওয়া হলে খাবেন কী। তাঁরা আইএনটিটিইউসি করেন। এটাই তাঁদের অপরাধ!
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
যদিও ওই সংস্থার স্টোর ম্যানেজার তনয় দাস জানান, তাঁরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। পুলিশকেও জানিয়েছেন। আইএনটিটিইউসি ব্লক সভাপতি শান্তনু সোম বলেন, “এটা অনৈতিক সিদ্ধান্ত। কী কারণে কর্মীদের সঙ্গে এমন করা হচ্ছে তা সংস্থাই বলতে পারবে। এর পিছনে কোনও রাজনৈতিক দলের মদত থাকতে পারে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।