কেন্দ্রীয় মূল্যায়নে উপরের সারিতে জায়গা পেল দুর্গাপুর মহকুমা হাসপাতাল

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: কেন্দ্রীয় সরকারের তরফে ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স (এনকিউএএস) মূল্যায়নে উল্লেখযোগ্য ফল করল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর মহকুমা হাসপাতাল। এই খবরে খুশির হাওয়া হাসপাতাল জুড়ে। শনিবার সাংবাদিকদের এই খবর জানান মন্ত্রী প্রদীপ মজুমদার, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, হাসপাতালের সুপার ধীমান মন্ডল প্রমুখ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের উদ্যোগে এক সপ্তাহ ধরে হাসপাতালের বিভিন্ন বিভাগের কাজকর্ম নিয়ে সমীক্ষা হয়। গড়ে ৮৭% নম্বর পায় মহকুমা হাসপাতাল।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
মন্ত্রী বলেন, “এই ফলাফল থেকে পরিস্কার, দেশের প্রথম সারির সরকারি হাসপাতালের তালিকায় রয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল। পরিষেবার মানোন্নয়নের পাশাপাশি পরিকাঠামোর উন্নয়নে লাগাতার প্রচেষ্টা চালু রয়েছে।” রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত বলেন, “হাসপাতালের পরিষেবার মান আগের থেকে অনেক উন্নত হয়েছে। কেন্দ্রীয় সরকারের করা পরীক্ষার ফলাফল অনুযায়ী তা পরিস্কার।” দুর্গাপুরের একটি বেসরকারি ইস্পাত সংস্থার উদ্যোগে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে হাসপাতালের অপারেশন থিয়েটার সংস্কারের কাজ হয়েছে। এদিন সেটিরও উদ্বোধন করা হয়। আধুনিক অপারেশন টেবিল, লাইট সহ বিভিন্ন সরঞ্জাম আনা হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
