দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আর জি করের নৃশংস ঘটনার প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে ডিএসপি টাউনশিপের চন্ডীদাস রোটারিতে বুধবার সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে রাত পুনর্দখল কর্মসূচী করা হয়। মহিলা ও সাংস্কৃতিক কর্মীরা রাত ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত রাত পর্যন্ত স্লোগান, গান, নাচ, আবৃত্তি, নাটক, বক্র্তৃতার মাধ্যমে প্রতিবাদে সামিল হন। চিত্রশিল্পীরা ছবি এঁকে প্রতিবাদে সামিল হন। সুপ্রিম কোর্টে আর জি কর মামলা নিয়ে দ্রুত শুনানির দাবি জানানো হয়। সঠিক বিচারের দাবিতে সরব হন উপস্থিত সবাই। দূরদূরান্ত থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই প্রতিবাদে সামিল হয়েছিলেন। কর্মসূচী পালন করতে স্বতস্ফূর্তভাবে নানা ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রচারে না আসা স্থানীয়রা।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এদিন বেনাচিতিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ঘোষিত কর্মসূচি ‘বিচার পেতে আলোর পথে’ রূপায়ণ করে নারী নিগ্রহ বিরোধী দুর্গাপুর নাগরিক কমিটি। বেনাচিতিতে পথ চলতি মানুষের সাথে হাতে হাত ধরে মানববন্ধন করা হয় প্রান্তিকা থেকে ভিরিঙ্গী পর্যন্ত। কাইজার মোড়ে রাত ৯-১০টা পর্যন্ত জড়ো হন অনেকে। গান স্লোগান দিয়ে তাঁরা প্রতিবাদে সামিল হন। এলাকার সবাই নিজের নিজের বাড়িতে আলো নিভিয়ে মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে দ্রুত বিচারের দাবি জানান। দুর্গাপুর নাগরিক মঞ্চের উদ্যোগে কর্মসূচী নেওয়া হয় জংশন মল চত্বরে। সেখানে হাতে ব্যানার নিয়ে স্লোগান দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। এরপর বাড়িতে গিয়ে তাঁরা রাত ৯-১০টা পর্যন্ত আলো নিভিয়ে মোমবাতি, প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ জানান তাঁরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।