ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন দুর্গাপুরের ‘বিএলও’

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ‘ভুয়ো ভোটার পেলে অবশ্যই বাদ দেব’, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে ফেসবুক পোস্ট করেছেন পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বিএলও (বুথ লেভেল অফিসার) প্রাথমিক স্কুলের শিক্ষক চিরঞ্জিত ধীবর। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্যে করে তিনি বলেন, “নিরপেক্ষভাবে ডিউটি পালন করা আমার দায়িত্ব। আমাদেরকে আপনি চাকরি দেননি যে চাকরি কেড়ে নেওয়ার ভয় দেখাবেন!”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
তিনি আরও বলেন, “আমাদের এখনও ট্রেনিং সম্পন্ন হয়নি। তবুও আমরা যতটুকু জানতে পেরেছি, মৃত মানুষের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। সমস্ত ভুয়া ভোটারের নাম বাদ দিতে হবে। সংবাদ মাধ্যমে আমরা এমনও জেনেছি যে বাংলাদেশেও ভোটার কার্ড রয়েছে আবার এদেশেও ভোটার কার্ড রয়েছে, এমন লোকও আছে। এছাড়া কোনও ব্যক্তির যে এলাকায় ভোটার কার্ড রয়েছে তিনি সেই এলাকায় থাকেন না অথচ তাঁর ভোট পড়ছে সব নির্বাচনে। এমন নানা সমস্যা দূর করতে নির্বাচন কমিশন সংশোধন শুরু করেছে। আমরা সঠিকভাবে কাজ করতে চাই।”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

